08
Dec
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগে নতুন করে সরগরম হয়ে উঠল অমর রায় হত্যাকাণ্ড। সোমবার সাংবাদিক বৈঠকে নিহত যুব তৃণমূল নেতা অমর রায়ের বাবা-মা ক্ষোভ উগরে দিয়ে জানান, চার মাস কেটে গেলেও তাঁদের ছেলের হত্যার তদন্তে কোনও অগ্রগতি নেই। অভিযোগের সুর চড়িয়ে তাঁরা বলেন, “হত্যাকারীরা ধরা পড়ছে না, বরং আমাদের প্রতিই মামলা চাপানোর চেষ্টা চলছে।” রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে মামলা দায়ের করার পরেই তাঁদের বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করতে উদ্যত হয়েছে সংশ্লিষ্ট মহল এমনটাই দাবি তাঁদের। অমর রায়ের বাবা - মায়ের কথায়, তদন্ত প্রক্রিয়া উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে। পুন্ডিবাড়ী থানার ওসির ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তোলেন তাঁরা।…
