কোচবিহার

কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান‌ দিলীপ সাহা

কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান‌ দিলীপ সাহা

কোচবিহার পুরসভার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্ৰহন করলেন দিলীপ সাহা। এদিন আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। প্রাক্তন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পর থেকেই কে হবেন পরবর্তী চেয়ারম্যান, তা নিয়ে নানা গুঞ্জন চলছিল। অবশেষে দলের শীর্ষ নেতৃত্বে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর এদিন পুরসভায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে পুস্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পুরসভার কাউন্সিলার ও কর্মীরা। এদিন পুর চেয়ারম্যান দিলীপ সাহা জানান, কর সহ বিভিন্ন বিষয় নিয়ে শহরের ব্যবসায়ীদের সঙ্গে কোচবিহার পুরসভার দীর্ঘদিনের যে সমস্যা রয়েছে তা মেটানোর লক্ষ্যে উদ্যোগ নেব। এটাই আমার প্রথম কাজ হবে। এছাড়াও শহরের জল নিকাশি…
Read More
কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে দিলীপ সাহা

কোচবিহার পৌরসভার নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কোচবিহার শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। বুধবার পৌরসভার পৌরবোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, এর আগে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের নির্দেশে তাঁকে চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করতে বলা হয়। প্রথমে সেই সিদ্ধান্ত মানতে নারাজ হলেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার সফরের আগেই তিনি শেষ পর্যন্ত পদত্যাগ করেন।  এরপর পৌরবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন কোচবিহার পৌরসভার উপ-পৌরমাতা আমিনা আহমেদ। দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুধবার পৌরসভার পৌরপতির ঘরে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে সর্বসম্মতভাবে নতুন চেয়ারম্যান হিসেবে দিলীপ সাহার নাম চূড়ান্ত করা হয়। বৈঠকে উপস্থিত…
Read More
উত্তরবঙ্গের পরিবহণে নয়া সংযোগ, চালু হচ্ছে স্লিপার ভলভো পরিষেবা

উত্তরবঙ্গের পরিবহণে নয়া সংযোগ, চালু হচ্ছে স্লিপার ভলভো পরিষেবা

উত্তরবঙ্গবাসীর যাতায়াত আরও স্বচ্ছন্দ ও আধুনিক করতে ফের বড় উদ্যোগ নিল রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মাধ্যমে চালু হতে চলেছে নতুন স্লিপার ভলভো বাস পরিষেবা। প্রায় ১১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কেনা ছয়টি অত্যাধুনিক স্লিপার ভলভো বাসের শিলিগুড়ি থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।  তিনি বলেন, মুখ্যমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় উত্তরবঙ্গের গণপরিবহণ ব্যবস্থাকে আরও উন্নত করা হচ্ছে।  নতুন এই স্লিপার ভলভো বাসগুলি চালু হলে দূরপাল্লার যাত্রায় যাত্রীদের আরাম ও নিরাপত্তা অনেকটাই বাড়বে। জানা গিয়েছে, প্রতিটি বাসের মূল্য প্রায় ১ কোটি…
Read More
এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর ইস্যুতে দিনহাটায় রাজপথে শাসকদল

এসআইআর-এ ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’র নামে বৈধ ভোটারদের হয়রানির অভিযোগ তুলে দিনহাটায় প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করল তৃণমূল কংগ্রেস।  বুধবার দুপুরে দিনহাটা শহরের সুভাষ ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর মহকুমা শাসকের সামনে বক্তব্য রাখেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। পরে তাঁদের পক্ষ থেকে মহকুমা শাসকের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। দিনহাটা ও সিতাই বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এই কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া অভিযোগ করেন, এসআইআর-এর হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানি করা হচ্ছে। তাঁর বক্তব্যে বিজেপি নেতৃত্বকে…
Read More
কোচবিহার পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে আমিনা আহমেদ

কোচবিহার পুরসভায় চেয়ারম্যানের দায়িত্বে আমিনা আহমেদ

আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে উপ-পৌরমাতা আমিনা আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড।  মঙ্গলবার শহরের সকল কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় জেলা নেতৃত্ব। যদিও প্রথমদিকে সেই সিদ্ধান্ত মানতে রাজি হননি তিনি।  দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত গত ১০ তারিখ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর থেকেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আমিনা আহমেদকে সাত দিনের জন্য চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আমিনা আহমেদ…
Read More
ন*রমাংস খাওয়ার উদ্দেশ্যে খু*ন – ভ*য়াবহ হ*ত্যাকাণ্ডে পর্দাফাঁস পুলিশের

ন*রমাংস খাওয়ার উদ্দেশ্যে খু*ন – ভ*য়াবহ হ*ত্যাকাণ্ডে পর্দাফাঁস পুলিশের

একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন বিভীষিকাময় ঘটনার সাক্ষী থাকতে হল দিনহাটাবাসীকে।  মৃতদেহের মাংস খাওয়ার উদ্দেশ্যেই এক মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে খুন করা হয়েছে - এমনই চাঞ্চল্যকর ও বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনল পুলিশ।  দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে এই নৃশংস হত্যাকাণ্ডের কিনারা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ধিমান মিত্র। পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন কুড়শা হাট এলাকার একটি প্রত্যন্ত শ্মশান থেকে উদ্ধার হয় এক অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃতদেহ।  মৃতদেহের গলা ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন থাকায় শুরু থেকেই খুনের সন্দেহ জোরালো হয়। সেই অনুযায়ী দিনহাটা সাহেবগঞ্জ থানায় খুনের মামলা রুজু…
Read More
রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

রানওয়ে সম্প্রসারণে অচলাবস্থা! বিমানবন্দর পরিদর্শনে শমীক ভট্টাচার্য

পরিকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রশাসনিক জটিলতায় কোচবিহার বিমানবন্দরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। নয় আসনের ছোট বিমান চালিয়ে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় সংশ্লিষ্ট বিমান সংস্থা আর এই রুটে পরিষেবা চালাতে আগ্রহী নয়। ফলে চলতি চুক্তির মেয়াদ শেষ হলেই, আগামী ৩১ জানুয়ারি থেকে কোচবিহার থেকে উড়ান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বিমানবন্দরের রানওয়ের দৈর্ঘ্য মাত্র ১,০৬৯ মিটার। এই দৈর্ঘ্যে ছোট বিমান চলাচল সম্ভব হলেও মাঝারি বা বড় আসনের বিমান ওঠানামা করতে পারে না। যাত্রী সংখ্যা বাড়ানো ও নিয়মিত পরিষেবা চালু রাখতে রানওয়ে সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই লক্ষ্যেই লাগোয়া মরা তোর্সা নদীর উপর বক্স…
Read More
কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

কোচবিহারে প্রাতঃভ্রমণে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

শনিবার সকালে কোচবিহারে প্রাতঃভ্রমণে বেরোতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। কোচবিহারের সাগর দীঘির পার এলাকায় তিনি সকালবেলা হাঁটাহাঁটি করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব ও দলীয় কর্মীরা। উল্লেখ্য, গতকাল কোচবিহারে একটি রাজনৈতিক সভায় যোগ দিতে এসেছিলেন দিলীপ ঘোষ। সভা শেষে তিনি কোচবিহারেই রাত্রিযাপন করেন। শনিবার সকালে সাগর দীঘির চারপাশ ঘুরে প্রাতঃভ্রমণ করেন তিনি। প্রাতঃভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ।
Read More
‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

‘স্টল-কেলাঙ্কারি’ নিয়ে কার্যত কোনঠাসা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ

সকলের অজান্তেই বিলি হয়ে গেল কোচবিহার পুরসভার ভবানীগঞ্জ বাজারের তিনটি সরকারি স্টল। সেই স্টলগুলির একটি পেয়েছেন ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার চন্দনা মহন্তর স্বামী দীপক মহন্ত। আরেকটি পেয়েছেন তৃণমূল কাউন্সিলার উজ্জ্বল তরের স্ত্রী দীপালি তর। তিন নম্বর স্টলটি পেয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের রূপা দাস মজুমদার। রাজ্য পুর দপ্তরে স্টল বিলি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা করা হয়েছে। সেখানে বলা হয়েছে রূপা ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার অভিজিৎ মজুমদারের ভাইয়ের স্ত্রী। যদিও রূপা তাঁর ভাইয়ের স্ত্রী নন বলেই জানিয়েছেন অভিজিৎ। স্টল নিয়ে কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বড়সড়ো দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্বরা। অভিযোগ, পুর চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ একক সিদ্ধান্তেই…
Read More
রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

রসিকবিলে বাড়ল পরিযায়ী পাখির সংখ্যা

৫৪ প্রজাতির পরিযায়ী পাখির আগমন রসিকবিলে, খুশি পরিবেশপ্রেমীরা। অতীতের তুলনায় চলতি বছরে রসিকবিল জলাভূমিতে পরিযায়ী পাখির সংখ্যা ও প্রজাতি দুটিই বৃদ্ধি পেয়েছে। এবারের শুমারিতে বিরল প্রজাতির চারটি ব্ল্যাক হেডেড আইবিস–এর দেখা মিলেছে। পাশাপাশি নজরে এসেছে রেড ক্রেস্টেড পোচার্ড, ফ্যালকেটেড ডাক সহ একাধিক উল্লেখযোগ্য পরিযায়ী পাখি। রসিকবিল জলাশয়ে বার্ষিক পাখি শুমারির পর এমনই দাবি করেছে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফ। এদিন ন্যাফ ও জেলা বন দপ্তরের যৌথ উদ্যোগে রসিকবিলে পাখিবীক্ষণ ও গণনা শিবিরের আয়োজন করা হয়। বন দপ্তরের ব্যবস্থাপনায় নৌকায় চেপে দিনভর বিস্তীর্ণ জলাভূমিজুড়ে চলে পাখি শুমারি। শুমারির কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে আগেই বনকর্তা ও কর্মীদের সঙ্গে বৈঠক করে কাজের রূপরেখা ঠিক করা…
Read More
রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কোচবিহারের বিএসএফ জওয়ান

রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন কোচবিহারের বিএসএফ জওয়ান

ঘরের ছেলের হাতে উঠবে রাষ্ট্রপতি পুরস্কার। তিনি বিএসএফ কর্মী অসীম দাস। বাড়ি কোচবিহারে । দীর্ঘ বছর ধরে বিএসএফে সুনামের সঙ্গে কাজ করায় এই পুরস্কার পাচ্ছেন কোচবিহার শহরের আশ্রম রোডের এই বাসিন্দা। ৩০ ডিসেম্বর কলকাতার নিউটাউনে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। নিউ কোচবিহারের রূপনগর ক্যাম্পে তাঁর পোস্টিং রয়েছে। ২০২৭ সালের ৩১ জানুয়ারি চাকরিজীবন থেকে অবসর নেবেন তিনি। এর আগে ৪০টি পুরস্কার পেয়েছেন। তবে এই পুরস্কার তাঁর কাছে নয়া পালক। পুরস্কারের জন্য চিঠি আসায় আপ্লুত তিনি। অসীম জানালেন, ১৯৮৭ সালের ১ এপ্রিল তিনি বিএসএফ-এ যোগ দেন। মালদা, কলকাতা, দু’বার কাশ্মীর, জম্মু, রানিনগর, গুজরাটের ভুজ, শিলিগুড়ি, পঞ্জাব, অসমের পানবাড়ি সহ…
Read More
মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

মুখোমুখি ট্রাকের সং*ঘর্ষে নি*হত ২, আ*হত ২

ভোরের ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ট্রাক দুটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ও গুরুতর আহত হন আরও দু’জন। মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা - ময়নাগুড়ি ১৬ নম্বর রাজ্য সড়কের অশোকবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই যুবকের বাড়ি কোচবিহার ১ ব্লকের সুটকাবাড়ি এলাকায়। মৃতদের একজনের নাম আমির হোসেন (১৮)। আহতদের বাড়ি বিলাসীপাড়া এলাকায় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ ও দমকল বাহিনী। ক্ষতিগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। এই দুর্ঘটনার…
Read More
কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি উদ্বোধন

নানান জটিলতা ও দীর্ঘ বিতর্ক কাটিয়ে অবশেষে উদ্বোধনের মুখে কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি। কোচবিহার পৌরসভার উদ্যোগে কয়েক মাস আগে এই মূর্তি নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি স্থাপনের জন্য স্থান নির্ধারণ করে খনন কাজ শুরু হলেও, তা নিয়েই শুরু হয় জটিলতা। অভিযোগ ওঠে, রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খনন কাজ বন্ধ করে দেয়। বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র বিতর্ক। পাশাপাশি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানোর বিষয়ে অবগত করা হয়নি বলে দাবি করেন মন্ত্রী উদয়ন গুহ। যদিও পরে তিনি স্পষ্ট করেন, মূর্তি স্থাপনে তাঁর কোনো আপত্তি নেই, তবে দপ্তরের মূল গেট থেকে কিছুটা দূরে…
Read More
ফের চিতাবাঘের তা*ণ্ডব, শিকারপুরে গু*রুতর জ*খম বৃদ্ধ

ফের চিতাবাঘের তা*ণ্ডব, শিকারপুরে গু*রুতর জ*খম বৃদ্ধ

সাতগাছির ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের চিতাবাঘের হানায় আতঙ্ক ছড়াল শিকারপুরে। শিকারপুরের বড়দোলা গ্রামে চিতাবাঘের আক্রমণে গুরুতর ভাবে জখম ৫৮ বছর বয়সী গণেশ বর্মন। জানা গিয়েছে, বুধবার দুপুর নাগাদ বাড়ির পাশের একটি ঝোপের কাছে গোরু বাঁধতে যান গণেশ বর্মন। সেই সময় ঝোপের আড়াল থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘ। ওই আক্রমণে গণেশবাবুর ডান চোখ বেরিয়ে আসে বলে সূত্রের খবর। তাঁর চিৎকারে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরই তাঁকে উদ্ধার করে তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। এলাকাবাসীদের সতর্ক করতে বনদপ্তরের পক্ষ থেকে মাইকিংও করা হয়। গণেশ বর্মনের অবস্থা…
Read More