20
Sep
আক্রান্ত হলো কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ।গরু চোর সন্দেহে আটক এক যুবকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে পুন্ডিবাড়ি থানার অন্তর্গত মরা নদীর কুঠি এলাকায়।ঘটনায় বেশকয়েকজন গ্রামবাসীকে আটক করেছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন থেকে এলাকায় লাগাতার চুরির ঘটনা ঘটছে।ইতিমধ্যেই অনেকের গরু চুরি গিয়েছে।এরপর গতকাল রাতে গ্রামবাসীরা মিলে এলাকায় পাহারা দিচ্ছিলেন।গভীর রাতে হঠাৎ এলাকায় মোটরসাইকেল নিয়ে এক যুবককে আসতে দেখেন এলাকার মানুষ।তাকে আটক করে জিঞ্জাসাবাদ করলে কথায় অসঙ্গতি দেখা দেয়।এরপর পুলিশ পৌঁছে সেই যুবককে উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ।এদিকে পুলিশের দাবি, আটক যুবক পুলিশের সোর্স হিসেবে কাজ করে।তবে এলাকার মানুষ তা মানতে নারাজ…
