দার্জিলিং

এসএসবি-র অভিযানে মরফিন উদ্ধার, গ্রে*প্তার ১

এসএসবি-র অভিযানে মরফিন উদ্ধার, গ্রে*প্তার ১

মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সীমান্ত সুরক্ষা বাহিনী (এসএসবি)। গোপন সূত্রে খবর পেয়ে বাঙ্গালজোত এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। জানা গিয়েছে, ভারত-নেপাল সীমান্তের কাছে কালী মন্দির সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ধৃত যুবকের আটক করে তল্লাশি চালালে ১০২ গ্রাম মরফিন (প্যাকেজিংসহ ১০৯ গ্রাম) উদ্ধার হয়। এছাড়া উদ্ধার করা হয় একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড সহ ভারতীয় মুদ্রায় ১২০ টাকা। ধৃত যুবকের নাম বিষ্ণু বর্মণ (২৪)। সে দার্জিলিং জেলার গৌরসিংজোতের এলাকার বাসিন্দা। এসএসবি সূত্রে খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষ্ণু জানায় সে নকশালবাড়ির কাছ থেকে ওই মরফিন সংগ্রহ করেছিলো ও ২,৫০০ টাকার বিনিময়ে দুলালজোতের বাসিন্দাকে একজনের…
Read More
টানা বর্ষণে বালাসনের প্রবাহ বৃদ্ধি! বি*পদের আ*শঙ্কায় স্থানীয়রা

টানা বর্ষণে বালাসনের প্রবাহ বৃদ্ধি! বি*পদের আ*শঙ্কায় স্থানীয়রা

প্রবল বর্ষণে দুধিয়া এলাকায় বালাসন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। দুধিয়া হিউম পাইপের সেতুর উপর দিয়ে প্রায় রাস্তা ছুঁই ছুঁই অবস্থায় বইছে নদীর জল। টানা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুক্রবার সকাল থেকেই লাগাতার বর্ষণের ফলে পাহাড়ি ঝর্নাগুলির জল এসে বালাসনে মিলিত হওয়ায় নদীর প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে স্থানীয়দের আশঙ্কা, বৃষ্টি যদি এভাবে চলতে থাকে, তাহলে সেতুটি যে কোনও মুহূর্তে ক্ষতিগ্রস্ত হতে পারে। পঞ্চায়েত সূত্রে খবর, প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।
Read More
ধসে বিধ্ব*স্ত পাহাড় পরিদর্শনের পর মহাকালের আশীর্বাদ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধসে বিধ্ব*স্ত পাহাড় পরিদর্শনের পর মহাকালের আশীর্বাদ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

প্রাকৃতিক দুর্যোগের পর দ্বিতীয় দফায় উত্তরবঙ্গ সফরে দার্জিলিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা পাঁচ দিনের সফরে ধসে বিধ্বস্ত পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখা পাশাপাশি দুর্গতদের পাশে দাঁড়ানো ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠক— সবকিছুই সম্পন্ন করার পর সফরের শেষ দিনে মহাকাল মন্দিরে পুজো দিতে যান মুখ্যমন্ত্রী। দার্জিলিং ম্যাল সংলগ্ন মহাকাল মন্দির উত্তরবঙ্গের এক ঐতিহাসিক ও পবিত্র স্থান। একই চত্বরে শিব, বুদ্ধ ও গুরু পদ্মসম্ভবের উপাসনা হয়— যা পাহাড়ের বহু-ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে পরিচিত। স্থানীয়দের বিশ্বাস, মহাকাল দেবতার আশীর্বাদে পাহাড় শান্ত থাকে ও প্রাকৃতিক বিপর্যয় থেকে মুক্তি মেলে। মুখ্যমন্ত্রী এদিন ফুল, ফল ও ধূপ-দীপ দিয়ে মহাকালেশ্বরের পুজো অর্চনা করেন। সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস…
Read More
মায়ের দেখা পেল না ছোট্ট হস্তী শাবক! জলদাপাড়ায় নতুন ঠিকানা পেল ‘লাকি’

মায়ের দেখা পেল না ছোট্ট হস্তী শাবক! জলদাপাড়ায় নতুন ঠিকানা পেল ‘লাকি’

মেচি নদী থেকে উদ্ধার হওয়া হাতির ছানাটির নামকরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তার নাম রাখে ‘লাকি’। বর্তমানে ছানাটি জলদাপাড়া জাতীয় উদ্যানে নিরাপদে রয়েছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, মায়ের সঙ্গে পুনর্মিলনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ছোট্ট ‘লাকি’কে আপাতত জলদাপাড়ার হলং পিলখানায় রাখা হয়েছে। সেখানে অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে তার যত্ন নেওয়া হচ্ছে। বনকর্মীরা জানিয়েছেন, ছানাটির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তাকে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
Read More
দার্জিলিং পাহাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক নিরজ জিম্বা

দার্জিলিং পাহাড়ে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক নিরজ জিম্বা

সম্প্রতি ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় সক্রিয়ভাবে ত্রাণ ও সহায়তার কাজে দার্জিলিং বিধায়ক নিরজ জিম্বা। জানা যায় নিয়মিত ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করে দুর্গত পরিবারগুলির সঙ্গে দেখা করছে, তাদের সহায়তা ও মানসিক সাহস জোগাচ্ছেন ক্ষতিগ্রস্তদের। বিধায়ক জিম্বা ও তাঁর দল ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলির মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী — খাদ্যশস্য, ত্রিপল, গরম পোশাক সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করে। দুর্গম পাহাড়ি পথ ও অবরুদ্ধ যোগাযোগ ব্যবস্থার মধ্যেও তাঁদের ত্রাণ অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি নিয়েছেন। এই প্রসঙ্গে বিধায়ক নিরজ জিম্বা বলেন, “এই কঠিন সময় আমাদের শেখায় যে নেতৃত্ব মানে কোনো পদ নয়, বরং উপস্থিতির প্রমাণ। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সহায়তার হাত আমাদের…
Read More
লাগাতার বৃষ্টিতে বিপ*র্যস্ত পাহাড়-সমতল, দু*র্গতদের পাশে দার্জিলিং জেলা সিপিআইএম

লাগাতার বৃষ্টিতে বিপ*র্যস্ত পাহাড়-সমতল, দু*র্গতদের পাশে দার্জিলিং জেলা সিপিআইএম

লাগাতার বৃষ্টিতে পাহাড় ও সমতলজুড়ে তৈরি হয়েছে দুর্যোগের চিত্র। এই কঠিন সময়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো দার্জিলিং জেলা সিপিআইএম। মঙ্গলবার সারাদিনব্যাপী ত্রাণসামগ্রী সংগ্রহ অভিযানে পথে নামেন সিপিআইএম বর্শিয়ার নেতা জীবেস সরকার সহ দলের অন্যান্য সদস্য ও কর্মীরা। এদিন শহরের বিভিন্ন দোকান ও এলাকায় ঘুরে সাধারণ মানুষের কাছ থেকে খাদ্যসামগ্রী, কাপড় সহ প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করেন তারা। জীবেস সরকার জানান, “আমরা চেষ্টা করছি মানুষে মানুষে সংহতি গড়ে তুলতে। দুর্গত পরিবারগুলোর হাতে এই সামগ্রী পৌঁছে দেওয়া হবে অতি শীঘ্রই।”
Read More
দুধিয়ায় লোহার সেতুর পিলার বিপ*জ্জনকভাবে ঝুঁকে পড়ছে, এলাকায় তীব্র আত*ঙ্ক

দুধিয়ায় লোহার সেতুর পিলার বিপ*জ্জনকভাবে ঝুঁকে পড়ছে, এলাকায় তীব্র আত*ঙ্ক

পাহাড়ে নতুন করে বৃষ্টি না হওয়ায় বালাসন নদীর জলস্তর কিছুটা কমেছে। তবে দুধিয়ায় ভেঙে পড়া লোহার সেতুর পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সেতুর ভাঙা পিলার ক্রমশ ঝুঁকে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। ফলে নদীপারের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। সোমবার সকাল থেকেই ঘটনাস্থল কার্যত শুনশান। স্থানীয় প্রশাসন সেতু সংলগ্ন এলাকায় যাতায়াত বন্ধ রেখেছে। দ্রুত বেইলি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। সেনা কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল আজ ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে, তারা ক্ষয়ক্ষতি ও নতুন ব্রিজ নির্মাণের সম্ভাবনা খতিয়ে দেখবে বলে জানা গেছে। অন্যদিকে, মুখ্যমন্ত্রীও আজ দুধিয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতির পর্যালোচনা করবেন…
Read More
সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ

সাইলি চা বাগানে ২০% বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ, বন্ধ কাজ

শনিবার সকাল থেকে বাগানের সমস্ত কাজ বন্ধ রেখে বিক্ষোভে সামিল হয়েছেন চা শ্রমিকরা। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সমস্ত চা বাগানে ২০% হারে বোনাস দেওয়া বাধ্যতামূলক হলেও, সাইলি চা বাগানে শ্রমিকদের অ্যাকাউন্টে মাত্র ১৫% হারে বোনাস পাঠানো হয়েছে। চা শ্রমিকদের অভিযোগ, বিগত কয়েক দিন ধরে তাঁরা গেট মিটিং-এর মাধ্যমে বারবার তাঁদের দাবির কথা জানিয়ে এসেছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। শুক্রবার আচমকাই শ্রমিকদের অ্যাকাউন্টে ১৫% হারে বোনাস ঢোকে, যার পরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। আজ সকাল থেকে চা পাতা তোলা সহ সব কাজ বন্ধ রেখে বাগান চত্বরে শুরু হয় প্রতিবাদ-বিক্ষোভ। শ্রমিকদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে বাকি ৫% বোনাস না দিলে কেউ…
Read More
দার্জিলিঙের কাকঝোরা বন আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

দার্জিলিঙের কাকঝোরা বন আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড

বুধবার রাতে দার্জিলিঙের কাকঝোরা এলাকায় অবস্থিত বন বিভাগের আবাসনে (Forest Quarters) একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। কাঠের তৈরি এই ভবন মুহূর্তের মধ্যে আগুনে জ্বলতে থাকে, এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, দমকল বিভাগকে খবর দেওয়ার পরই দার্জিলিং ফায়ার স্টেশনের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তীব্র হাওয়ার কারণে আগুন ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়। সৌভাগ্যবশত, এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রশাসন তদন্ত শুরু করেছে। বন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, আগুনে গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আসবাবপত্রের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা…
Read More
ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ইন্দো-নেপাল সীমান্তে ভুয়ো পরিচয়পত্রসহ চিনা নাগরিক গ্রেফতার

ভারত- নেপাল সীমান্তে নিরাপত্তা জোরদার করতে চালানো অভিযানে সাফল্য পেলো শস্ত্র সীমা বল (SSB)। এসএসবির ৪১তম ব্যাটেলিয়ন পানিট্যাঙ্কির ট্রেড অ্যান্ড ট্রানজিট রুটের নিউ ব্রিজ এলাকা থেকে এক চিনা নাগরিককে সন্দেহজনক অবস্থায় আটক করে। তল্লাশির সময় ওই ব্যক্তির নথিপত্রে অসঙ্গতি ধরা পড়ে। পরবর্তীতে যাচাই করে দেখা যায়, তার কাছে রয়েছে দুটি সুইস পাসপোর্ট, যেগুলি দুটি ভিন্ন নাম ধরা পড়ে এসএসবি চোখে খামরিচাং তসেতেন গুর্মে ও সেঙ্গেইচাং কার্মা জিমি। ওই চিনা নাগরিক ভারতের ভূখণ্ডে কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তা খতিয়ে দিচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা দল। আটক ব্যক্তির প্রাথমিক তদন্তের পর খড়িবাড়ি থানার হাতে তুলে হয় বললে জানা গেছে।
Read More
তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

তিস্তার ভয়ংকর রূপে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

ফের ভয় ধরানো পরিস্থিতি পাহাড়ে। একদিকে ধস, অন্যদিকে নদীর ভয়ংকর রূপ—সব মিলিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH-10)। এদিন সকালে দার্জিলিং জেলার ঘণ্টে গোলাই সংলগ্ন ১০ম মাইল এলাকায় ধস নামে। বিশাল পাথর, কাদা ও ধ্বংসস্তূপ রাস্তাজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে রাস্তাটি বন্ধ হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, গাড়ি চলাচল সাময়িক বন্ধ হয়ে যাওয়া। ইতিমধ্যে বিকল্প রুটে যানবাহন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশাসন। অন্যদিকে, টানা বৃষ্টিতে উত্তাল হয়ে উঠেছে তিস্তা নদী। কালিম্পং জেলার রবি ঝোরা ও আশপাশের এলাকায় তিস্তার জল গড়িয়ে এসে আছড়ে পড়ছে NH-10-এর উপর দিয়ে। প্রবল স্রোতে রাস্তার একাংশ ডুবে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ জাতীয় সড়কই শিলিগুড়ি…
Read More
ভারত নেপাল সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করল এসএসবি

ভারত নেপাল সীমান্তে এক বাংলাদেশী নাগরিককে আটক করল এসএসবি

দার্জিলিং জেলার ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে ওই বাংলাদেশি যুবককে আটক করে এসএসবি। এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান আজ দুপুর দুটো নাগাদ খাইমন জোত এলাকায় ভারতীয় সীমান্তের ৯১ নম্বর পিলারের কাছে ওই যুবককে সন্দেহ জনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে আটক করে।ওই যুবককে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় তার কাছে থাকা সমস্ত নথি এবং ব্যাগ তল্লাশি করা হয়। এরপর ওই যুবক জিজ্ঞাসাবাদে শিকার করে সে বাংলাদেশের বাসিন্দা। ধৃতের নাম অতীত রায়। পিতার নাম গজেন্দ্রনাথ রায়। বয়স ২৮। বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের, খানগাওয়ে। থানা পীরগঞ্জ। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণের নথি। বাংলাদেশের একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড মেমোরি কার্ড। বাংলাদেশের একটি ইনস্টিটিউটের টেকনিক্যাল…
Read More
দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারী সংগঠন বিজেপিএম-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ

দার্জিলিং পৌরসভা কর্মচারীদের সংগঠন আনুষ্ঠানিকভাবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা (বিজিপিএম)-এর সহভাই সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন সংগঠনের সভাপতি এলেন ছেত্রী। তিনি জানান, “দার্জিলিং পৌরসভায় আগে দুটি ইউনিয়ন ছিল। এখন দুইটি ইউনিয়ন একত্র করে একটি ঐক্যবদ্ধ সংগঠন। পৌরসভা কর্মীদের পিএফ, পেনশন, দৈনিক মজুরি-সহ একাধিক সমস্যার সমাধানে দীর্ঘদিন ধরে আলোচনার মাধ্যমে পথ খুঁজছিলাম।” এলেন ছেত্রী আরও বলেন, “বিজিপিএম সভাপতি অনীত থাপা যেভাবে বাস্তবমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে মানুষের সমস্যার সমাধানে এগিয়ে চলেছে, তা আস্থার জায়গা তৈরি করেছে। ওনার সঙ্গে বৈঠক করেছি। উনি সমস্যাগুলি মনোযোগ দিয়ে শুনেছে ও সমাধান একদিনে হবে না, সময় লাগবে, কিন্তু তিনি চেষ্টা করবেন বাস্তবসম্মত সমাধান…
Read More
ভয়াবহ সড়ক দুর্ঘটনা,আটকে পাথরবোঝাই লরির চালক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা,আটকে পাথরবোঝাই লরির চালক

রাঙাপানি ঘোষপাড়া রাজ্য সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। একটি সিমেন্ট বোঝাই ছয়চাকা ট্রাক রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায়, দ্রুতগতিতে আসা একটি ১৮ চাকা পাথরবোঝাই লরি পেছন দিক থেকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়, কেবিনের ভিতর আটকে পড়ে চালক। ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের সহকারী চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও মাটিগাড়া দমকল বিভাগের একটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাকের চালককে কেবিন থেকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা গিয়েছে। তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা ও পুলিশ। এদিকে, দুর্ঘটনার জেরে রাঙাপানি থেকে মেডিকেল কলেজ সংযোগকারী রাজ্য সড়কে যান চলাচল…
Read More