05
Nov
জলপাইগুড়িতে ছট ঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন সহ ছটপুজোর ঘাট সাজানোর প্রস্তুতি চলছে জোর কদমে। জেলা পুলিশ ও প্রশাসনের পাশাপাশি করলা নদীতে নৌকোতে অনবরত নজরদারিতে রয়েছে সিভিল ডিফেন্সের কর্মীরা। ছটপুজোর ঘাট প্রস্তুতির কাজ জোর করে জলপাইগুড়িতে।বৃহস্পতিবার ও শুক্রবার ছট পূজা। আর সেই উপলক্ষে কিং সাহেবের ঘাটের এখন চলছে জোরদার ঘাট প্রস্তুতির কাজ। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রতি বছরই করলা নদীর ধারে ছট ঘাট হয়ে থাকে এখানে। দূর দূরান্ত থেকে ছট ভক্তরা এখানে ছটঘাট তৈরি করে ছট পুজো করে থাকেন। এবারও তা হচ্ছে ।তবে এবার একটু ব্যতিক্রম। কারণ নদীর ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নদীর জল এখাবারেই পরিস্কার আছে। আগামী বৃহস্পতিবার বিকাল ছট পুজোর সূচনা…