13
Jun
ডুয়ার্সের সংরক্ষিত জঙ্গলে শুরু হতে চলেছে তিন মাসের নিষেধাজ্ঞা। আগামী ১৬ জুন থেকে বন্ধ হয়ে যাচ্ছে জলপাইগুড়ির গোরুমারা জাতীয় উদ্যান, চাপরামারি অভয়ারণ্য এবং নেওড়া ভ্যালির মতো গুরুত্বপূর্ণ বনাঞ্চল। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সুরক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বনদফতরের পক্ষ থেকে। এই সময়টি বন্যপ্রাণী থেকে শুরু করে জঙ্গলের নানা কিট-পতঙ্গের প্রজনন ঋতু হিসেবেই পরিচিত। ফলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও প্রাণীকূলের প্রজনন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতেই প্রতিবছর এই সময় জঙ্গলে মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়। গোরুমারা অভয়ারণ্যের ডিএফও দ্বীজাপ্রতীম সেন জানিয়েছে, “এই তিন মাসে জঙ্গল বন্ধ রাখার মূল উদ্দেশ্য জঙ্গলের পুনর্জীবন ও বন্যপ্রাণীদের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। তাই এই সময় হাতি সাফারি,…
