দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেলেন আইনজীবী দুলাল চন্দ্র রায়

দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে বন্যাদুর্গত এলাকায় পৌছে গেলেন আইনজীবী দুলাল চন্দ্র রায়

 “মানুষ মানুষের জন্য।" দীপাবলীর আনন্দ ভাগ করে নিতে ময়নাগুড়ি বন্যা দুর্গত এলাকায় বিশিষ্ট সমাজসেবী তথা আইনজীবী দুলাল চন্দ্র রায় পৌঁছে গেলেন। সনাতনী পরম্পরাকে স্মরণ করে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি বিধানসভার আমগুড়ি এলাকার ত্রাণ শিবিরে বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী দুলাল চন্দ্র রায় আজকের পূজার পঞ্চ সামগ্রী নিয়ে পৌঁছেলেন। দুলাল বাবুর মানবিক এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ।
Read More
শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

শ্যামা পুজোর প্রস্তুতি শুরু শ্মশান কালী মন্দিরে

প্রাচীন ঐতিহ্য ও রহস্যে মোড়া জলপাইগুড়ি গোশালা মোড়ের দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দিরে সকাল থেকেই শুরু হয়েছে শ্যামা পুজোর প্রস্তুতি। মন্দিরের পুরোহিতরা ব্যস্ত মা’কে অলংকারে সজ্জিত করতে। ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে ভক্তদের, শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন ‘শ্মশান কালী’ মায়ের দর্শনে। দিনের আলোয়ও যেন গা ছমছমে পরিবেশ। সন্ধ্যা নামতেই নিঝুম হয়ে যায় চারদিক। পাশ দিয়ে বয়ে চলেছে রুকুরা নদী, তার লাগোয়া ঘন জঙ্গল আর শ্মশান ঘেরা পরিবেশে দাঁড়িয়ে এই মন্দির আজও বহন করে শতাব্দী প্রাচীন তান্ত্রিক সাধনার ইতিহাস। এই মন্দিরে দেবীর হাতে নেই কোনও অস্ত্র — এক হাতে রক্তমাখা নরমুণ্ড, অন্য হাতে পাত্র। প্রাচীন রীতি অনুযায়ী…
Read More
সাতসকালে জলপাইগুড়ি শহরে বাঁদরের উপদ্রব

সাতসকালে জলপাইগুড়ি শহরে বাঁদরের উপদ্রব

আজ, বুধবার সকালে জলপাইগুড়ির শিল্পসমিতি পাড়ায় রীতিমতো তাণ্ডব চালায় একঝাঁক বাঁদর। তারা বিভিন্ন বাড়িতে ঢুকে খাবারদাবার ছিনিয়ে নেয়। তাড়াতে গেলে বাসিন্দাদের উপর হামলা চালায়। কয়েকজন জখমও হয়েছেন। বাসিন্দাদের বক্তব্য, আগে জঙ্গল লাগোয়া এলাকায় বাঁদরের দল হানা দিত। এখন শহরেও তাণ্ডব চালাচ্ছে তারা। এনিয়ে প্রশ্ন উঠছে, তাহলে কি জঙ্গলে বাঁদরের খাবারে টান পড়েছে ?
Read More
ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ

ভাঙা হাত নিয়েও নাগরাকাটায় হাজির বিধায়ক শঙ্কর ঘোষ

কয়েকদিন আগেই নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এলাকায় ত্রাণ দিতে গিয়ে হামলার শিকার হয়েছিলেন তিনি ও মালদার সাংসদ খগেন মুর্মু। সেই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন দু’জনেই। তবুও হাল ছাড়েননি শঙ্কর। ভাঙা হাত নিয়েই শনিবার আবার নাগরাকাটায় হাজির হলেন তিনি। আজ নাগরাকাটা ব্লকের একাধিক বন্যাদুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেন বিজেপি নেতা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনম ভেংরা। দুই গাড়ি ভর্তি ত্রাণসামগ্রী নিয়ে প্রায় ৫০০ পরিবারের হাতে পৌঁছে দেওয়া হয় প্রয়োজনীয় খাদ্য ও সামগ্রী। এদিন ক্ষোভ উগরে দিয়ে শঙ্কর ঘোষ বলেন, “তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ত্রাণ পেতে দিচ্ছে না। যারা অন্য দলের, তাদের ওপর হামলা চালানো হচ্ছে। এমনকি…
Read More
জলঢাকায় বাঁধ ভেঙে বিপর্যয়, দুর্গতদের পাশে মীনাক্ষী মুখার্জী, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

জলঢাকায় বাঁধ ভেঙে বিপর্যয়, দুর্গতদের পাশে মীনাক্ষী মুখার্জী, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের

জলপাইগুড়ি, ৯ অক্টোবর — জলঢাকা নদীর বাঁধ ভেঙে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে দুর্গতদের সঙ্গে দেখা করলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নেওয়া পরিবারগুলোর সঙ্গে কথা বলেন তিনি, শোনেন তাঁদের অভিজ্ঞতা ও অভিযোগ। পরিদর্শনের সময় মীনাক্ষী বাঁধের মূল ভাঙনস্থল এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিও ঘুরে দেখেন। দুর্গতরা তাঁর কাছে দাবি জানান, দ্রুত বাঁধ সংস্কার ও ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা হোক। তাঁদের অভিযোগ, প্রশাসনের তরফে এখনও পর্যন্ত পুনর্বাসনের কোনও সুস্পষ্ট পরিকল্পনা নেই। মীনাক্ষী বলেন, “আমি, আপনি সবাই দেখতে পাচ্ছি, কিন্তু সরকার যেন চোখ বন্ধ করে আছে। রাজ্য সরকারকে মানবিক হতে…
Read More
জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

জলঢাকার বাঁধ ভেঙে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মীনাক্ষী মুখার্জী

জলঢাকা নদীর বাঁধ ভেঙ প্লাবিত হয়েছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। বৃহস্পতিবার সকালে গধেয়ারকুঠির হোগলা পাতা এলাকার দুর্গতরা যারা রেল লাইনের মাঝে তাবুতে আশ্রয় নিয়েছে তাদের সঙ্গে দেখা করেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। এরপর দুটি রেল লাইন পেরিয়ে জলঢাকার বাঁধের মূল ভাঙন এলাকা এবং থেকে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তিনি। মীনাক্ষীকে কাছে পেয়ে দুর্গতরা অভিযোগ করেন দুই একবার বিডিও ,জয়েন্ট বিডিওর দেখা পাওয়া গেলেও কোন বড় নেতা মন্ত্রী তাদের ঘরবাড়ির অবস্থা দেখতে আসেনি। এলাকায় পড়ে রয়েছে মৃত গবাদি পশু, দুর্গন্ধে অতিষ্ঠ। প্রয়োজনীয় ওষুধ দরকার।তাদের মূল দাবি…
Read More
জলপাইগুড়ির বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তৃণমূলের সদস্যরা

জলপাইগুড়ির বন্যাদুর্গত এলাকায় ত্রাণসামগ্রী পৌঁছে দিলেন তৃণমূলের সদস্যরা

জলপাইগুড়িতে বন্যাকবলিত এলাকায় ট্রাকটারে করে ত্রান সামগ্রী সাহায্য পৌঁছে দিতে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি। জলপাইগুড়ি নাগরাকাটা ময়নাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় জেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দল মত নির্বিশেষে অনেকেই। বর্তমানে এই মানুষগুলোর পর্যাপ্ত ত্রাণ সহ নতুন করে ঘরবাড়ি প্রয়োজন। প্রশাসন এবং সরকারের দিকেই তাকিয়ে রয়েছে বন্যা দুর্গত এলাকারই মানুষজনেরা।
Read More
জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভে*ঙে বি*পর্যস্ত গধেয়ারকুঠি! দু*র্গতদের পাশে মীনাক্ষী

জলঢাকা নদীর বাঁধ ভেঙে বিপর্যস্ত হয়েছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল, মৃত গবাদি পশুর দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ আশ্রয় নিয়েছেন রেল লাইনের ধারে তাবু খাটিয়ে। বৃহস্পতিবার দুর্গতদের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছায় সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জী। প্রথমে গধেয়ারকুঠির হোগলাপাতা এলাকার ত্রাণশিবিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলে। এরপর দুটি রেললাইন পেরিয়ে পৌঁছায় জলঢাকা নদীর বাঁধের মূল ভাঙন এলাকায়, যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম। দুর্গতদের ক্ষোভ, “বিডিও বা জয়েন্ট বিডিও এক-দু’বার এসেছেন, কিন্তু কোনও মন্ত্রী বা বড় নেতা দুঃখ দেখতে আসেননি। ঘরবাড়ি ভেসে গেছে, খাবার নেই, ওষুধ নেই, দুর্গন্ধে…
Read More
ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

ম*র্মান্তিক সড়ক দু*র্ঘটনায় প্রাণ হা*রালেন সাহুডাঙ্গীর গৌরী রায়

রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী এলাকায় ঘটল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। কাজ থেকে বাড়ি ফেরার পথে মৃত্যু হলো গৌরী রায়ের (বয়স ২১)। ঘটনাটি ঘটেছে সাহুডাঙ্গীর সাহু ব্রিজের কাছে, বুধবার সন্ধ্যার দিকে। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরী রায় সাহুডাঙ্গীর ছত্রর পাড়ার বাসিন্দা। তাঁর বাবা ধনেশ্বর রায় (হুলুং রায়) একজন রিক্সা চালক। আর্থিক অনটনের কারণে গৌরী পড়াশোনার পাশাপাশি কাজ করে সংসারের হাল ধরতে। কিন্তু সেই সংগ্রামী জীবনের করুণ পরিণতি ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শী দিনবন্ধু রায় জানান, “গৌরী কাজ শেষে বাড়ি ফিরছিলো। হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।” খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এনজেপি…
Read More
ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগে বিক্ষোভ গদেয়ারকুঠিতে

অভিযোগ, সঠিকভাবে ত্রাণ সামগ্রী বন্টন করছেন না বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষ। এই অভিযোগে সোমবার রাতে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে বিক্ষোভে সামিল হন এলাকার প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় এবং স্থানীয় এক ক্লাবের সদস্যরা। বিক্ষোভকারীদের দাবি, সরকারের তরফে পাঠানো ট্রিপল ও অন্যান্য ত্রাণসামগ্রী বন্যাকবলিত পরিবারগুলির হাতে পৌঁছচ্ছে না। অভিযোগ, পঞ্চায়েত প্রধান বিজয় রায় নাকি তা অন্যত্র বিতরণ করছেন, যার ফলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ থেকে বঞ্চিত হচ্ছেন। ‘ত্রাণ বন্টনে স্বচ্ছতা চাই’ স্লোগানে সরব হন অনেকেই। প্রাক্তন প্রধান ধর্ম নারায়ণ রায় জানান, “সরকার মানুষের বিপদের সময় সাহায্য পাঠাচ্ছে, কিন্তু রাজনৈতিক পক্ষপাতিত্বে সেই সাহায্য সাধারণ মানুষ পাচ্ছেন না।” তিনি অভিযোগের দ্রুত তদন্তের দাবিও…
Read More
জলমগ্ন গ্রামে চিকিৎসা শিবির, নেতৃত্বে ডা. ইরফান হোসেন

জলমগ্ন গ্রামে চিকিৎসা শিবির, নেতৃত্বে ডা. ইরফান হোসেন

চারদিকে বন্যার জল, ভেসে গেছে গ্রাম, যোগাযোগ বিচ্ছিন্ন উত্তরবঙ্গের বহু অঞ্চল। এমন সময় যখন মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, তখন এগিয়ে এলেন একদল মানবিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA)-এর উদ্যোগে ডা. মোল্লা ইরফান হোসেন-এর নেতৃত্বে শুরু হয়েছে এক অনন্য ত্রাণ ও চিকিৎসা অভিযান। নাগরাকাটার বামনডাঙ্গা (তাণ্ডু) গ্রাম এখন কার্যত দ্বীপে পরিণত। সেতু ভেসে গেছে, রাস্তাঘাট কাদামাটিতে ঢাকা, মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। ঠিক এই পরিস্থিতিতেই BMOH ডা. ইরফান হোসেন নিজের জীবন ঝুঁকিতে ফেলে পৌঁছে যান দুর্গত এলাকার মানুষের কাছে। সঙ্গে নিয়ে গেছেন প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও টিমের স্বাস্থ্যকর্মীদের। সেখানে গড়ে তোলা হয়েছে একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, যেখানে প্রতিদিন শতাধিক…
Read More
নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় উত্তে*জনা, বিজেপি সাংসদ-বিধায়কের ওপর হা*মলা; উত্তরের পাহাড়ে বৃষ্টি ও ধসের দাপট অব্যাহত

নাগরাকাটায় ধ্বস-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে ইট-পাথর ও জুতো ছুঁড়ে হামলা চালায় বলে অভিযোগ। ঘটনায় খগেন মুর্মুর মাথায় আঘাত লাগে, শঙ্কর ঘোষকে ধাক্কা দেওয়া হয় হয় বলে অভিযোগ। অন্যদিকে পাহাড়ি অঞ্চলে লাগাতার বৃষ্টিতে নাগরাকাটা, মিরিক, জোরবাংলো, কালিংপং, ধূপগুড়ি ও আলিপুরদুয়ারের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিন কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝাড়খণ্ড ও বিহার থেকে আসা জলই আমাদের এলাকা প্লাবিত করছে। ডিভিসি ইচ্ছামতো জল ছাড়ছে। আমরা সীমিত ক্ষমতায় এই জল সামলাচ্ছি।" তিনি কেন্দ্র ও স্থানীয় প্রশাসনকে আরও সহযোগিতা করার আহ্বান জানান।
Read More
জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

জোরকদমে জলপাইগুড়িতে চলছে কার্নিভালের প্রস্তুতি

দুর্গা পুজো শেষ হলেও, এর রেশ ধরে চলবে শিল্প-সংস্কৃতির উদযাপন। কার্নিভালে বসছে এক মহা-উৎসবের আসর। ২০১৬ সালের পর এটি হবে বৃহত্তম কার্নিভাল, যেখানে ১১৩টি পুরস্কার-জয়ী সেরা পুজো কমিটি অংশ নেবে ,এবার ১১৩টি পুরস্কার-জয়ী পুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। ২০১৬ সালে কার্নিভাল শুরু হওয়ার পর থেকে যা সর্ব বৃহৎ কার্নিভাল। গত বছর ৮৯টি পুজো অংশ নিয়েছিল। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও প্রায় ১০০টি পুজো অংশ নিয়েছিল। শহরের দুর্গা পুজোর মণ্ডপগুলির মতো, এই বছরের কার্নিভালের প্রদর্শনীতেও সমসাময়িক নানা বিষয় উঠে আসতে চলেছে।
Read More
রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল

রেল চালকের তৎপরতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল

ডুয়ার্সের ফের ট্রেনের সামনে হাতির দল, তবে এবার দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাতির দল। জানা গেছে, ১৩১৫০ ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে চলছিল। সেসময় ট্রেনের চালক সুজিত কুমার সিং ও সহকারী চালক রণজিৎ কুমার শুক্রবার সন্ধ্যা ৬ টা ১৪ মিনিটে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া নাগরাকাটা- চালসা রেললাইনের মাঝে ৬৮/৯-৫ পিলারের কাছে দেখতে পান রেললাইনের ওপর একটি শাবক সহ আরো দুটি হাতি। এরপর আপদকালীন ব্রেক করে ট্রেনটির গতি কমিয়ে দেন। পরবর্তীতে শাবক হাতি সহ হাতি দুটি জঙ্গলে ঢুকে গেলে ফের ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে এগিয়ে যায়। উল্লেখ্য গত বুধবার সন্ধ্যায় এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় ডুয়ার্সের মংপং এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছিল।…
Read More