04
Nov
প্লাস্টিকের জারে সাপ ভরে সোজা হাসপাতালে..!!সচেতনতার অভাবে এমনই কাণ্ড ঘটালেন গৃহবধূর পরিবারের লোকজন।বাড়ির কাজ করছিলো গৃহবধূ। হঠাৎই পায়ে ছোবল মারে সাপ।ভয়ে চিৎকার করে ওঠে সেই গৃহবধূ। সাপ কামড়ানোর কথা জানায় সকলকে। কথা শুনে হৈ হট্টোগোল লেগে যায় বাড়িতে। তৎক্ষণাৎ সেই সাপকে ধরে একটি প্লাস্টিকের জারে ভরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় তারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মালবাজার থানার অন্তর্গত ক্রান্তি বক্লের গঙ্গা দেবী সংলগ্ন শান্তি পাড়া এলাকায়।সেই সাপ দেখে ডাক্তার হতবাক হয়ে জানতে চান কি জন্য তারা এমন কাজ করেছেন। এমন কাজের জন্য হাসপাতালে বড়সড় দূর্ঘটনাও ঘটে যেতে পারে। উত্তরে গৃহবধূর পরিবারের লোকেরা জানান "আমরা জানি না ডাক্তারবাবু কি সাপ…
