আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

আমবাড়ি ক্যানেলে বিপ*জ্জনক সাঁতার! প্রশাসনের উদাসীনতায় আ*তঙ্কে এলাকাবাসী

জীবন নিয়ে ছেলেখেলা করছে কয়েকজন যুবক। আমবাড়ি ক্যানেলের বিপদজনক এলাকায় নির্দ্বিধায় সাঁতার কাটতে ও স্নান করতে দেখা যাচ্ছে তাদের। এলাকাবাসীর দাবি, প্রতিদিনই বহু যুবককে এইভাবে ক্যানেলের জলে ঝাঁপ দিতে দেখা যায়। অথচ এই ক্যানেলের স্রোত প্রবল ও গভীর, ফলে যেকোনো মুহূর্তেই ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। স্থানীয়দের আশঙ্কা, এভাবে অযত্নে ও অসতর্কভাবে ক্যানেলে নামলে প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে সময় লাগবে না। ইতিমধ্যেই অতীতে এই ক্যানেলে বহু দুর্ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। তবে প্রশাসনের উদাসীনতার কারণে পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নজরদারির ব্যবস্থা চোখে পড়ছে না। ফলে প্রশ্ন উঠছে, কেন প্রশাসন বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে…
Read More
অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

অভিযুক্ত সিভিককে রিমান্ডে নিয়ে উদ্ধার চুরি যাওয়া চা-পাতা ও ব্যাবহৃত বাইক

গত ২৯শে আগস্ট চুরির অভিযোগ গ্রেপ্তার হয় সিভিক ভলেন্টিয়ার ও তার আরোও এক সাকরেদ। ধৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম উত্তম বর্মন, অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী (বিটলা)। উত্তম বর্মন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিক গার্ডে কর্মরত রয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ এনজেপি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই যে গাড়িগুলি রাস্তায় চলাচল করতো,সেই চলন্ত গাড়ি গুলি থেকে চা পাতার বস্তা নামিয়ে নেওয়া হত। শুধু চাপাতাই নয়, বিভিন্ন পথ চলতি গাড়ি থেকে এই দুজন সামগ্রি চুরি করতো বলে পুলিশ সুত্রে জানাগেছে। অনেকদিন ধরে দেখা যাচ্ছিল গাড়িগুলি বাম্পার এর সামনে এসে ধীরে হলেই সেখান থেকে চা পাতার বস্তা নামিয়ে এই…
Read More
দলের নির্দেশে কড়া পদক্ষেপ, মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

দলের নির্দেশে কড়া পদক্ষেপ, মেয়র পারিষদ পদ থেকে ছেঁটে ফেলা হলো শ্রাবণী দত্তকে

ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জেরে শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল পুরবোর্ড। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে প্রবল চাঞ্চল্য ছড়ায়। শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব জানিয়েছেন, দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, “ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না। দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়াই আমাদের নীতি।” মেয়র আরও জানান, আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে। পাশাপাশি, ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে…
Read More
মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শ্রাবণী দত্ত

মেয়র পারিষদ পদ থেকে বহি*ষ্কার শ্রাবণী দত্ত

শিলিগুড়ি পুর নিয়মের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে বহিষ্কার করল শিলিগুড়ি পুরবোর্ড। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিয়মের সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান মেয়র গৌতম দেব। অভিযোগ, রবিবার গভীর রাতে বেসামাল অবস্থায় শিলিগুড়ির রাজীব মোড় এলাকায় গোলমাল পাকান কাউন্সিলার শ্রাবণী দত্ত। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের একাংশের অভিযোগ কাউন্সিলার তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন ও মারধরের ঘটনাতেও তিনি জড়িত। এই ঘটনার প্রতিবাদে সরব হন তৃণমূলের স্থানীয় সমর্থকরাও। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। মাঝরাতে অশান্ত এলাকা পরিদর্শনে যায় মেয়র গৌতম দেবও। সোমবার সকাল থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজীব মোড় এলাকা। ক্ষুব্ধ…
Read More
অন্ধকার রাতে ছিনতাই, গ্রেপ্তার দুই দু*ষ্কৃতী

অন্ধকার রাতে ছিনতাই, গ্রেপ্তার দুই দু*ষ্কৃতী

শনিবার রাত। দিনভর কাজ শেষে বাড়ি ফেরার তাড়ায় ছিলেন ফুলবাড়ির বাসিন্দা বিশ্বনাথ রায়। ব্যাংকের এটিএম থেকে সদ্য তুলেছিলেন কুড়ি হাজার টাকা। সাইকেলে চেপে শান্তভাবে বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু কে জানত সেই ফিরতি পথই জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতায় পরিণত হবে! ক্যানেল রোডে পৌঁছনোর পরেই বুঝতে পারেন, কেউ যেন তাকে অনুসরণ করছে। একে একে তিন যুবক সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বোঝার আগেই তারা হুমকি দিয়ে বিশ্বনাথের কাছ থেকে কেড়ে নেয় নগদ ২০ হাজার টাকা ও এটিএম কার্ড। রাতের নির্জন রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনায় ভয়ে-আতঙ্কে স্তব্ধ হয়ে যান তিনি। খবর ছড়াতেই ফুলবাড়ি জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে…
Read More
শিলিগুড়িতে চুরি কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক গ্রেপ্তার

শিলিগুড়িতে চুরি কাণ্ডে সিভিক ভলেন্টিয়ারসহ দুই যুবক গ্রেপ্তার

চা পাতা চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগী। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন, তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিলেন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় গাড়ি ধীরগতিতে এলেই সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত দুই যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হত। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে, অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার।…
Read More
বিহারের কিশনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দপ্তরের অভিযান

বিহারের কিশনগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত বড়সড় আয়কর দপ্তরের অভিযান

নেমচাদ রোড, ভগত টোলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরিসহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একইসঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় ৫০টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছন। অভিযানে রয়েছে আধা-সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, গুজরাটের সুরাট—মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে জিজ্ঞাসাবাদ। তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More
গণেশ পূজায় মানবিক উদ্যোগ: শিলিগুড়িতে দুস্থদের জন্য বস্ত্র ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

গণেশ পূজায় মানবিক উদ্যোগ: শিলিগুড়িতে দুস্থদের জন্য বস্ত্র ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

বৃহস্পতিবার শিলিগুড়ির বাড়িভাষা রামকৃষ্ণ মিনি মার্কেট কমিটির উদ্যোগে গণেশ পূজো উপলক্ষে এক বিশেষ সামাজিক কর্মসূচির আয়োজন করা হলো। এই উদ্যোগে ছিল দুস্থদের জন্য বস্ত্র বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং প্রসাদ বিতরণ। ক্লাব সদস্যরা জানান, গত তিন বছর ধরে এই বাজার প্রাঙ্গণে গণেশ পূজোর আয়োজন করা হচ্ছে। তবে এ বছর প্রথমবার তারা সামাজিক দায়িত্ব পালনে বিশেষ পদক্ষেপ নিয়েছেন।  বিগ বাজেটের ঘোষণা করে সেখান থেকে কিছু অর্থ সঞ্চয় করে সেই অর্থ দিয়ে প্রয়োজনে থাকা মানুষদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নেন উদ্যোক্তারা। এদিন প্রায় ৫০০ জন বৃদ্ধার হাতে শাড়ি এবং ৩০০ জন খুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ক্লাব কমিটির সদস্যরা। এছাড়াও স্বাস্থ্য…
Read More
বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন

বিধায়ক উন্নয়ন তহবিল থেকে নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের শুভ উদ্বোধন

বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দিয়ে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর ২–এর মার্গারেট স্কুলের সন্নিকটে স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয় নাগরিকদের জন্য নির্মিত যাত্রী প্রতীক্ষালয়ের আজ শুভ উদ্বোধন হলো। রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের সম্মানীয় রাঘব মহারাজের পবিত্র হাতে এই প্রতীক্ষালয়ের উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। শংকর ঘোষ জানান, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভলপমেন্ট অথরিটি (SJDA) এই প্রতীক্ষালয় নির্মাণের কাজ সম্পন্ন করেছে। তিনি ধন্যবাদ জানান SJDA-কে, স্থানীয় কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সম্মানীয়া গার্গী চ্যাটার্জী মহাশয়কে, স্কুল কর্তৃপক্ষকে ও এলাকার সহনাগরিকদের। তিনি আরও বলেন, বিধায়ক উন্নয়ন তহবিলের অর্থ তিনি সবসময় মানুষের কল্যাণ ও প্রয়োজনীয় কাজে ব্যয় করতে চান। পরিশেষে তিনি শিলিগুড়ি মিউনিসিপাল…
Read More
ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা, গায়ে হাত তোলার অভিযোগ

ডেঙ্গু সার্ভে করতে গিয়ে কর্মীদের হেনস্থা, গায়ে হাত তোলার অভিযোগ

জানা গিয়েছে, বুধবার একটি বাড়িতে সার্ভে করতে গিয়ে ডিঙ্গুর লার্ভা চোখে পড়ে কর্মীদের। এরপর বৃহস্পতিবার ফের ওই বাড়িতে সার্ভের জন্য গেলে বাড়ির মালিক সহ পরিবারের সদস্যরা সার্ভে করতে যাওয়া মহিলা কর্মীদের সঙ্গে অভদ্র আচরণ করেন বলে অভিযোগ ওঠে। কর্মীদের অভিযোগ—বাড়ির পুরুষেরা তাদের গায়ে হাত দেয়। সার্ভে কর্মীরা জানান, প্রায়ই তারা এই ধরনের হেনস্থার শিকার হন। তবে এবারের ঘটনা সীমা ছাড়িয়ে গেছে। তারা ইতিমধ্যেই জানিয়েছেন, বিষয়টি ৪ নম্বর বোরো অফিসে রিপোর্ট করা হবে এবং অভিযুক্ত বাড়ির মালিকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
Read More
শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

শিক্ষক দিবসে উপলক্ষে অভিনব দৃষ্টান্ত, শিলিগুড়ি গার্লস প্রাইমারি হাই স্কুলে মিড-ডে মিলে বিরিয়ানি

বৃহস্পতিবার বিদ্যালয়ের প্রায় বারোশো ছাত্রীর জন্য পরিবেশিত হলো বিরিয়ানি। সাধারণত মিড-ডে মিলে প্রতিদিন নির্দিষ্ট খাবার দেওয়া হলেও এদিনের মেনু ছিল একেবারেই অন্যরকম। সুস্বাদু বিরিয়ানি পেয়ে খুশির জোয়ার ছাত্রছাত্রীদের মধ্যে।বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা জানান, বিশেষ দিনটিকে স্মরণীয় করে তুলতেই এই উদ্যোগ। শুধুমাত্র শিক্ষকদের সম্মান জানানো নয়, বরং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানোই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা সহ এলাকার কাউন্সিলর মিলি শীল সিনহা। তিনি বিদ্যালয়ের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের জন্য এরকম উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।” বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও বিশেষ দিনে ছাত্রছাত্রীদের জন্য এভাবে আলাদা রকম আয়োজন করা হবে।
Read More
শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শিলিগুড়িতে দাপিয়ে বেড়ালো মদ্য*প চালক, ভয়া*বহ দুর্ঘট*নায় জ*খম বহু

শহরের রাস্তায় ফের বেপরোয়া গাড়ি চালানোর কাণ্ডে কেঁপে উঠল ভানু নগর এলাকা। বুধবার গভীর রাতে এক মদ্যপ চালকের বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী চারচাকা একের পর এক মোটরসাইকেল ও গাড়িকে সজোরে ধাক্কা মারে। এমনকি বাড়ির সামনে দাঁড় করানো একটি ব্যক্তিগত গাড়িও ধাক্কার মুখে পড়ে। দুর্ঘটনার ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত চালককে গাড়ি থেকে নামিয়ে আটক রাখে। খবর পেয়ে ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলির মধ্যে একটি ড্রেনে পড়ে যায়, পরে ক্রেনের সাহায্যে তা উদ্ধার করা হয়। এই ঘটনায়…
Read More
সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

সাফাই কর্মীদের হাতে গণেশ পুজোর উদ্বোধন, শিলিগুড়িতে অনন্য নজির

প্রচলিত প্রথা ভেঙে এখানে গণেশ পুজোর উদ্বোধন করলেন না কোনো জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তা বা প্রখ্যাত শিল্পী। বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হলো সাফাই কর্মীদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের পরিচ্ছন্নতা ও সুস্থ পরিবেশ বজায় রাখতে সাফাই কর্মীরা সারাবছর নিরলস পরিশ্রম করে চলেন। কিন্তু অধিকাংশ সময়ই সমাজের চোখে তাদের অবদান অদেখা থেকে যায়। সেই অদেখা পরিশ্রমকেই সামনে আনার উদ্দেশ্যে এবং কৃতজ্ঞতা প্রকাশের মনোভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এই সম্মান পেয়ে উচ্ছ্বসিত সাফাই কর্মীরাও। তাদের কথায়, “এতদিন ধরে কাজ করে যাচ্ছি, কিন্তু এভাবে আমাদের সম্মানিত করা হবে ভাবিনি। আজকের এই মুহূর্ত সত্যিই গর্বের।”পাড়ার মানুষ এবং দর্শনার্থীরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।…
Read More
শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

শিলিগুড়িতে গণেশ পুজো উপলক্ষ্যে থিম প্যান্ডেল ও আলোকসজ্জায় উৎসবের আমেজ

উত্তরবঙ্গের বাণিজ্যকেন্দ্র শিলিগুড়ি এখন উৎসবের আবহে মেতে উঠেছে। দুর্গাপুজোর আগে শহরজুড়ে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সিদ্ধিদাতা গণেশের পুজো। মুম্বই–পুনের ধাঁচে এই পুজো গত কয়েক বছরে উত্তরবঙ্গেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ বছর সেই জনপ্রিয়তা আগের তুলনায় আরও বেশি চোখে পড়ছে। শহরের অলিগলি থেকে বড় বড় বাণিজ্যিক সংগঠন সবখানেই চলছে গণেশ আরাধনার ধুম। থিম প্যান্ডেল, টাক লাগানো আলো ও নতুনত্বের ছোঁয়া শহরের বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি দুর্গাপুজোর অনুকরণে থিম প্যান্ডেল তৈরি করেছে। শুধু তাই নয়, টাক লাগানো আলোকসজ্জা ও নানান শৈল্পিক সাজে সেজে উঠেছে পুজোমণ্ডপগুলো। সন্ধ্যা নামলেই ঝলমল করা আলোতে শহরের রাস্তাঘাট ভরে উঠছে উৎসবের আবহে। দর্শনার্থীদের ভিড় উপচে পড়ছে প্রতিটি মণ্ডপে।…
Read More