এনজেপি রেলওয়ে কোয়ার্টারে চাঞ্চল্যকর চুরির ঘটনা উন্মোচিত, দুই অভিযুক্তকে গ্রেফতার

এনজেপি রেলওয়ে কোয়ার্টারে চাঞ্চল্যকর চুরির ঘটনা উন্মোচিত, দুই অভিযুক্তকে গ্রেফতার

সম্প্রীতি কিছুদিন আগে এন জে পি রেল কোয়ার্টারে চুরি চুরি যাওয়া সোনা ও রুপোর অলংকার উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করল এন জে পি থানার পুলিশ। এই ঘটনায় দুই অভিযুক্ত বর্তমানে পুলিশের জালে। গত ১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে চাঞ্চল্যকর একটি চুরির ঘটনা ঘটে। বাড়ির লোকের অভিযোগ সেই রাতে বাড়ির সকল সদস্যদের উপর নেশার ওষুধ স্প্রে করে সকলকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। ঘরের আলমারির লকার ভেঙে  সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। খবর পাওয়া মাত্রই নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের…
Read More
শহর পরিচ্ছন্ন রাখতে শিলিগুড়িতে নতুন প্রকল্পের উদ্বোধন

শহর পরিচ্ছন্ন রাখতে শিলিগুড়িতে নতুন প্রকল্পের উদ্বোধন

শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ি পুরনিগম ও স্টেট আরবান ডেভলপমেন্ট এজেন্সি (সুডা)-র যৌথ উদ্যোগে ৪৭.১৫ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। এই প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পরিষদ সদস্য মানিক দে, শোভা সুবা সহ একাধিক অতিথি। মেয়র গৌতম দেব জানান, নতুন এই প্রকল্পের মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনা অনেকটাই আধুনিক ও সুসংগঠিত হবে। পাশাপাশি শিলিগুড়িকে আরও পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। মেয়র আরো জানান, এই প্রকল্প চালু হলে শহরে বর্জ্য প্রক্রিয়াকরণ ও…
Read More
ফের শিলিগুড়ির সোনার দোকানে ডাকাতি, ১০ লক্ষ টাকার সোনার চেইন নিয়ে পালিয়ে গেল দুই যুবক

ফের শিলিগুড়ির সোনার দোকানে ডাকাতি, ১০ লক্ষ টাকার সোনার চেইন নিয়ে পালিয়ে গেল দুই যুবক

সোমবার বেলা বারোটা নাগাদ শিবমন্দির বাজারের এই জুয়েলারিতে প্রথমে এক যুবক সোনার লকেট কিনতে ঢোকেন। বেশকয়েকটি লকেট দেখার পরেও পছন্দ না হওয়ায় সোনার চেইন দেখবেন বলে জানায়। এরপর একের পর এক সোনার মালা দোকানীর কাছ থেকে দেখতে চাইছিলেন ওই যুবক। কিছুক্ষণ বাদেই আরেক যুবক ওই জুয়েলারিতে আসে। সোনার মালা গুলির ওজন এবং দাম নিয়ে দোকানদারের সাথে এক যুবক কথা বলছিলেন। ঠিক সেই সময় অপর যুবক ওই দোকানের কাউন্টারে রাখা ১০ টি সোনার চেইন নিয়ে নিমেষেই চম্পট দেয়। পাশাপাশি প্রথমে যে যুবক সোনার মালা দেখতে ঢুকেছিল, সেও পছন্দ হচ্ছে না বলে কয়েক মিনিটের মধ্যেই দোকান থেকে দৌড়ে বেরিয়ে আসে। এবং রাস্তার…
Read More
রেল দপ্তরের নজরে শিলিগুড়ির যুবকের তৈরি সেবক-রংপো রেললাইন মডেল

রেল দপ্তরের নজরে শিলিগুড়ির যুবকের তৈরি সেবক-রংপো রেললাইন মডেল

প্রথমবারের মতো সিকিমে রেল চলাচলের স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। বহু প্রতীক্ষিত সেবক-রংপো রেল প্রকল্প ইতিমধ্যেই শেষ পর্যায়ের কাজের দিকে এগোচ্ছে। যদিও পাহাড়ি অঞ্চলে ঘনঘন ধস ও দুর্গম ভৌগোলিক পরিস্থিতি প্রকল্পের কাজে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তবুও দ্রুতগতিতেই এগিয়ে চলেছে এই ঐতিহাসিক উদ্যোগ। প্রকল্প ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা ও উৎসাহও সমানতালে বাড়ছে। এই প্রত্যাশার মধ্যেই নজর কেড়েছেন শিলিগুড়ির সাউথ একটিয়াসালের যুবক সুব্রত পাল। তিনি তৈরি করেছেন সেবক-রংপো লাইনের ওপর ভিত্তি করে রেল প্রকল্পের একাধিক অভিনব মডেল। তাঁর তৈরি মডেলগুলি শুধু শখের বসেই নয়, বাস্তব প্রকল্পের সঙ্গে সাযুজ্যপূর্ণভাবে গড়ে তোলা। ফলে প্রকল্পের ভবিষ্যৎ রূপ এক ঝলকেই ফুটে উঠছে সাধারণ মানুষের সামনে। সম্প্রতি…
Read More
ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র

ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে বলে জানালেন শিলিগুড়ির মেয়র

বর্ধমান রোডের উড়ালপুলের কাজ এখনই শেষ না হলেও, যানজট কমাতে প্রশাসন উদ্যোগ নিল। শিলিগুড়ির মেয়র গৌতম দেব শনিবার নির্মীয়মাণ উড়ালপুল পরিদর্শন করে জানান, পুজোর আগে ঝংকার মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত সার্ভিস রোড চালু করা হবে। ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে যানজটে জর্জরিত মানুষজনের। মেয়র স্পষ্ট জানিয়ে দেন, নতুন বছরের আগে উড়ালপুল চালু হওয়ার সম্ভাবনা নেই। ডিসেম্বরের মধ্যেও কাজ শেষ হওয়ার সুযোগ নেই। জানুয়ারিতেই মূল উড়ালপুল চালু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী। প্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের পূর্ত দপ্তরের তত্ত্বাবধানে তৈরি হচ্ছে এই উড়ালপুল। রেললাইনের উপর দিয়ে যে অংশ যাচ্ছে, সেই কাজ করছে রেল, তবে সেই অংশে এখনও…
Read More
রেল কোয়ার্টারে চুরির ঘটনায় অভিযুক্ত এক

রেল কোয়ার্টারে চুরির ঘটনায় অভিযুক্ত এক

১৩ই জুলাই ভোর রাত্রে নিউ জলপাইগুড়ি থানা সংলগ্ন সেন্ট্রাল কলোনির নেতাজি ক্লাবের সামনে ঘটে চাঞ্চল্যকর চুরির ঘটনা। অভিযোগ, রাতে বাড়ির সামনে এক ধরনের কোন নেশার ওষুধ স্প্রে করে বাড়ির সমস্ত সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটায় চোরের দল। পরিবার সূত্রে জানা গেছে, রাতভর সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। সকালে ঘুম ভাঙতেই দেখা যায়, ঘরের দরজা খোলা, আলমারি-টেবিল তছনছ, নগদ টাকা, সোনার গয়না সহ বহু মূল্যবান সামগ্রী চুরি হয়ে গিয়েছে। খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।তদন্তে নেমে প্রায় এক মাস দশ দিন পর গ্রেফতার করতে সমর্থ হল সেই চুরির ঘটনায় জড়িত এক দুস্কৃতিকে।গত শুক্রবার সন্ধ্যায় নৌকাঘাট থেকে…
Read More
সোনার চেন ছিনতাই মামলায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার

সোনার চেন ছিনতাই মামলায় তিন দুষ্কৃতী গ্রেপ্তার

গত ২৬ জুন সমরনগর এলাকায় এক মহিলার সোনার চেন ছিনতাই হয়। তার কিছুদিন পর, ২৭ জুলাই চাম্পাশড়ি এলাকাতেও একইভাবে এক মহিলার গলার চেন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। এই দুটি ঘটনার পর তদন্তে নেমে প্রধান নগর থানার পুলিশ ফাঁদ পেতে ফাটাপুকুর এলাকা থেকে তিন যুবককে গ্রেপ্তার করে। ধৃতরা হল— বিশ্বজিত রায়, রাজেশ সিং এবং সঞ্জু গোয়ালা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আদালতে পেশ করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাতে তাদের কাছ থেকে দু’টি ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। আজ, শনিবার ধৃতদের ফের শিলিগুড়ির আদালতে তোলা হয়। এ বিষয়ে প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার জানান, “টানা ছিনতাইয়ের ঘটনায়…
Read More
শিলিগুড়িতে নার্সিংহোমে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়িতে নার্সিংহোমে ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শিলিগুড়ি স্টেডিয়াম এর কাছে তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন। খবর পেয়ে ছুটে এল দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানি ট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা। যেহেতু নার্সিংহোমে আগুন ফলে রোগী এবং রোগীর পরিবারের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। তবে খুব দ্রুত শিলিগুড়ি দমকলের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও নার্সিংহোমে আতঙ্ক ছড়ায়। পুলিশ এবং দমকল বিভাগ সূত্রে জানা গিয়েছে ছাদের সোলার প্যানেলেই শর্ট সার্কিট হয় এবং…
Read More
কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে উগ্রতারা মন্দিরে ভক্তদের ঢল

কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে উগ্রতারা মন্দিরে ভক্তদের ঢল

আজ কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথি উপলক্ষে তারাপীঠের পাশাপাশি শিলিগুড়ির উগ্রতারা মায়ের মন্দিরেও চলছে মহাধুমধাম প্রস্তুতি ও পুজো-অর্চনা। কয়েক বছর ধরে এই অমাবস্যা উপলক্ষে উগ্রতারা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়ে আসছে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন মহাযজ্ঞে অংশ নিতে। অনেকেই তাঁদের মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কেটে পৌঁছান মায়ের দরবারে। মন্দির কমিটির স্বেচ্ছাসেবকেরা সকাল থেকেই ব্যস্ত ছিলেন পরিষ্কার-পরিচ্ছন্নতা, মালা গাঁথা ও প্রসাদের আয়োজনের কাজে। বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে মহাযজ্ঞ শুরু হয় ও নিয়মমাফিক সমস্ত আচার পালিত হয়। স্থানীয়রা জানিয়েছেন, কৌশিকী অমাবস্যার এই বিশেষ পুজো ঘিরে প্রতিবছরের মতো এবারও উৎসবের আবহ…
Read More
নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর

নতুন এডিসিপি কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর

বুধবার নতুন ভবনের উদ্বোধনের পাশাপাশি ৬৯ তম উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয় বাগডোগরা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে। এছাড়া এদিন বিদ্যালয়ের খুদে ছাত্র-ছাত্রীদের বর্ষা থেকে বাঁচতে রেইনকোট দেওয়া হয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার সি সুধাকর, ডিসিপি বিশ্ব চাঁদ ঠাকুর, এডিসিপি অভিষেক মজুমদার সহ অন্যান্য পুলিশ কর্তারা।
Read More
শিলিগুড়ির শক্তিগড়ে উজ্জ্বল সংঘে বহিরাগত দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ির শক্তিগড়ে উজ্জ্বল সংঘে বহিরাগত দুষ্কৃতীদের হামলা, চাঞ্চল্য এলাকায়

শহরের শক্তিগড় এলাকায় গভীর রাতে ক্লাব দখলকে কেন্দ্র করে দুষ্কৃতীদের ব্যাপক তাণ্ডব। উজ্জ্বল সংঘ ক্লাবে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি পূজা মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বহিরাগত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে দীর্ঘক্ষণ টহলদারি চালানো হয়। উজ্জ্বল সংঘের সভাপতি বাপন রায় বলেন, “আমরা আতঙ্কে আছি। পূজা করার আগেই আমাদের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।” শহরের ৩২ নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
Read More
সুখবর, দুর্গাপূজার আগেই খুলে যাবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু

সুখবর, দুর্গাপূজার আগেই খুলে যাবে গজলডোবা তিস্তা ব্যারেজ সেতু

সেতু রিপিয়ারিং এর কাজ প্রায় শেষ। চলতি মাসের শেষে গজলডোবা তিস্তা ব্যারেজের সেতু খুলে দেওয়া হবে বলে জলপাইগুড়ি জেলাশাসক শ্যামা পারভিন জানান। তিস্তা ব্যারেজের সেতু কয়েক মাস বন্ধ থাকার পর স্থানীয়দের সুবিধার্থে খুলে দেওয়া হয়েছিল বাইক চলাচল জন্য। সামনেই পুজো, আরি পুজোর মৌসুম যেন কোন অসুবিধা সম্মুখীন না হয় সেকারণেই জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজের উপর দীর্ঘ এই সেতুর কাজ প্রায় শেষ পর্যায়। চলতি মাসেই যাতায়াতের জন্য এই সেতু খুলে দেওয়া হবে বলে আশ্বাস জেলা শাসকের। যদিও দীর্ঘ কয়েক মাস ধরে এই সেতু বন্ধ থাকার দরুন শিলিগুড়ি-জলপাইগুড়ি, ডুয়ার্সের যোগাযোগে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজনের। সেতু খুলে গেলে সকলেই উপকৃত হবে…
Read More
নক্সালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ, কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহাকমা পরিষদের সভাধিপতি

নক্সালবাড়িতে জল সমস্যার সমাধানে উদ্যোগ, কিলারাম পাম্প হাউস ঘুরে দেখলেন মহাকমা পরিষদের সভাধিপতি

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জল সরবরাহ ব্যবস্থাকে সক্রিয় করার উদ্যোগ নিল প্রশাসন। নক্সালবাড়ি ব্লকের মনিরাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কিলারাম এলাকায় বন্ধ হয়ে থাকা পাম্প হাউস পরিদর্শন করলেন মহাকমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। এদিন তিনি আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন এবং আগামী দিনে স্থানীয় মানুষের স্বার্থে কিভাবে দ্রুত এই পাম্প হাউস কার্যকরী করা যায়, সে বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়। সভাধিপতি জানিয়েছেন, পাম্প হাউস চালু হলে এলাকায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বহুবার অভিযোগ জানানো সত্ত্বেও এতদিন সমস্যার সুরাহা হয়নি। প্রশাসনের এই পদক্ষেপে তারা আশাবাদী যে খুব শীঘ্রই পানীয় জলের সমস্যা মিটবে।
Read More
শিলিগুড়িতে এনবিএসটিসি কর্মীদের অনশন আন্দোলন

শিলিগুড়িতে এনবিএসটিসি কর্মীদের অনশন আন্দোলন

নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের শিলিগুড়ি ডিপো শাখার উদ্যোগে আগামী ২১ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৯ ঘণ্টা ব্যাপী অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই অনশনে শিলিগুড়ি ডিপো সহ উত্তরবঙ্গের বিভিন্ন ডিপোর এনবিএসটিসি কর্মীরা সামিল হবেন। সিটু অনুমোদিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, “উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বাঁচাতে” এবং নিজেদের চাকরি রক্ষার দাবিতেই এই আন্দোলনে নামতে বাধ্য হচ্ছেন কর্মীরা। বাম শ্রমিক সংগঠনের দাবি, এক সময় গোটা রাজ্যে এনবিএসটিসি-র স্থায়ী কর্মীর সংখ্যা ছিল প্রায় ৬৫০০। বর্তমানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে মাত্র ৪০০-তে। ফলে ক্রমশ অনিশ্চয়তার মুখে পড়ছেন সংস্থার কর্মীরা। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য কমিটির…
Read More