18
Aug
শিলিগুড়ির ভক্তিনগর থানার সেবক রোডে একাধিক বারে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তিন যুবক। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২৭-৭-২০২৫ তারিখ ভক্তিনগর থানায় একটি অভিযোগ দায়ের হয় তিনজনের নামে। অভিযোগ, তারা শিলিগুড়ি সেবক রোডে দাদাগিরি করেছে এবং বিভিন্ন বারে তোলাবাজি এবং বিভিন্ন বারের সম্পত্তি ভাঙচুরও চালিয়েছে। এরপর ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে খুঁজছিল ভক্তিনগর থানার পুলিশ। অবশেষে গতকাল রাতে শিলিগুড়ি পৌর নিগমের 44 নম্বর ওয়ার্ডের দশরথ পল্লী এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত তিনজনের নামে এর আগেও একাধিক বার ভক্তিনগর থানায় অভিযোগ এসেছিল। ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে…
