06
Dec
রাজ্যের আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগ তুলে যখন বিরোধীরা সক্রিয়, ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের পরিসংখ্যান জানিয়ে দিল ভিন্ন ছবি। শনিবার সকালে দক্ষিণ দিনাজপুরের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলায় দোষীদের কঠোর শাস্তি দিতে সক্ষম হয়েছে প্রসিকিউশন। ঋতব্রতবাবু জানান, গত পাঁচ বছরে বালুরঘাট আদালতে ১৫টিরও বেশি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা হয়েছে। এছাড়াও ১০ বছর ও ২০ বছরের কঠিন সাজাও বহু ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাঁর কথায়, ছোট্ট জেলায় এই সংখ্যা যথেষ্ট আশাব্যঞ্জক। আইনজীবীর দল ও তদন্তকারী পুলিশ আধিকারিকদের প্রতি কৃতজ্ঞ জানান। তিনি উল্লেখ করেন দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু চাঞ্চল্যকর মামলার কথা…
