27
Apr
রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে ফেরিঘাট থেকে উদ্ধার ১২৫ বস্তা কয়েন। ঘটনা ঘিরে তীব্র শোরগোল পরে গিয়েছে। কয়েন ভরতি বস্তার খবর পেয়ে নৈনান ঘাটে পৌঁছায় পুলিশ। তবে ঘটনাস্থলে পৌঁছে পুলিশের চক্ষু চড়কগাছ। কারণ এক বা দুই বস্তা নয় সেখানে মজুত ছিল ১২৫ বস্তা কয়েন। দেখা যায় যে ব্যক্তি কয়েন নিয়ে এসেছিলেন এবং যিনি কয়েন ভরতি বস্তাগুলি নিতে এসেছিলেন, দুজনাই তখন উপস্থিত ছিলেন ঘটনাস্থলে। তাদের আটক করে রাখেন স্থানীয়রা। এরপরই শুরু হয় পুলিশি তদন্ত। দেখা যায় সব…
