27
Sep
বহরমপুরে একাধিক থিমের পুজোর মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে ৫৯ তম বর্ষের দুর্গোৎসব খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। এবছরের এই দুর্গো উৎসবের বিশেষ চমক মা দুর্গার হাতেই বদ হচ্ছেন ড্রোনার্ড ট্রাম্প রূপী অসুর। মুর্শিদাবাদের বিখ্যাত শিল্পী অসীম পালের হাতেই এই রূপ পেয়েছে মা দুর্গার অসুর। দুর্গাপূজোই মা দুর্গার প্রতিমা দর্শনে গিয়ে প্রথমেই চোখ পড়ছে এই পুজো কমিটির অসুরের দিকেই। এই অসুরকে দেখতেই ভিড় জমাচ্ছেন উৎসাহী প্রচুর জনসাধারণ। বৃহস্পতিবার বহরমপুর পৌরসভার পৌরপিতা নাড়ুগোপাল মুখার্জির হাতেই এই পূজা মন্ডপের শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার থেকেই প্রচুর দর্শক এসে ভিড় জমাচ্ছে এই পূজা মন্ডপে। পুজো কমিটির উদ্যোক্তা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্প কে…
