12
Oct
সমাপ্তি হয়েছে পুজোর, পুজো শেষেই আচমকাই মর্মান্তিক ঘটনা। প্রতিমা বিসর্জনের সময়েই ঘটে এই দুর্ঘটনা। পুজো শেষে প্রতিমা বিসর্জনের সময়, দুর্গা প্রতিমার ভাসান দিতে গিয়ে মালবাজারে যে ঘটনা ঘটেছিল তার আতঙ্ক এখনও রয়ে গিয়েছে। হড়পা বানের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয় ৮ জনের। সেই ভয়ানক স্মৃতি এবার ফিরে এল খাস কলকাতায়। নিমতলা শ্মশানে শবদেহ দাহ করতে গিয়ে এবার গঙ্গার বানে তলিয়ে গেল কয়েক জন। জানা গিয়েছে, নিমতলা ঘাটে বানের তোড়ে গঙ্গায় তলিয়ে গিয়েছিল তারা। বেলেঘাটা থেকে নিমতলায় দেহ দাহ করতে যায় একটি শ্মশান যাত্রী দল। রাত ১১ টা ১৫ নাগাদ বান আসার পর সবাই উঠে গেলেও ৬ জন উঠছিলেন না। ঘাটের…
