12
Jul
পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর কতৃপক্ষের তরফে। কলকাতার মুকুটে যুক্ত হল আরও এক পালক। চালু হল প্রথম ইলেকট্রিক ওয়াটার মেট্রো। ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রোর নাম ঢেউ। এটি মিলেনিয়াম পার্ক থেকে ২ ঘন্টার যাত্রীদের হাওড়া ব্রিজ, বালি ব্রিজ, দক্ষিণেশ্বর, বেলুড় মঠের পাশ দিয়ে নিয়ে যায়। ‘ঢেউ’ নামক মেট্রোটির এসি ভাড়া যথাক্রমে ৩০০ টাকা ও নন এসির ভাড়া ২০০ টাকা। এই ‘ঢেউ’ নামক মেট্রোটি দুই ঘন্টায় ভ্রমণকারীদের ভ্রমণের সুযোগ করে দেয় কলকাতার বিখ্যাত নদী তীরবর্তী স্থানগুলি। যার মধ্যে রয়েছে- গ্ৰ্যান্ড হাওয়া ব্রিজ, ঔপনিবেশিক বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ও বেলুড় মঠ। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ১৩.৫ কোটি টাকা খরচ করে ঢেউ তৈরি করেছে।…
