10
Jan
বর্গাকার সাদাকালো সাঙ্কেতিক একটি ছবি হচ্ছে কিউআর কোড। অনলাইনে আর্থিক লেনদেনের ক্ষেএে এটি ব্যবহার করা হয়। এটা নিয়েই তৈরি হয়েছে প্রতারণার ফাঁদ। সময় থাকতে বিষয় টা জানা দরকার। হুগলির বাসিন্দা একটি বেসরকারি সংস্থা কর্মীর ফোনে এক সন্ধ্যায় হঠাৎ একটি মেসেজ ঢুকে। যা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ অর্থ জমা পড়ার সঙ্কেত বহন করে। ফোন তুলে দেখেন, তার অ্যাকাউন্টে আট হাজার টাকা ঢুকেছে। কে এই টাকা পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন কিছুই বোঝেননি। কোথাও টাকাটা তাঁর পাওনা ছিল বলেও মনে করতে পারছিলেন না। আচমকা অচেনা নম্বরে ফোন ঢুকল । ফোন তুলতেই শুনলেন অচেনা কণ্ঠ, ‘‘দাদা, আপনার ফোনে কি এইমাত্র আট হাজার টাকা ঢুকেছে?’’ ঢুকেছে, বলতেই…
