28
Apr
করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপর দমকলবাহিনীও। সংক্রমন এড়াতে দমকলের ইঞ্জিনের মাধ্যমে বাজারগুলিতে স্যানিটাইজিং করা উদ্যোগ নিলো কালিয়াগঞ্জ পুরসভা। দমকলের জলের ট্যাঙ্কে ফিনাইল ও স্যানিটাইজার মিশিয়ে স্প্রে করা হল কালিয়াগঞ্জের শহরের দুটি গুরুত্বপূর্ণ বাজার। নীচে বসা দোকান থেকে শুরু বাজারের সমস্ত দোকান ফুটপাত হোস পাইপের মাধ্যমে স্প্রে করল কালিয়াগঞ্জের দমকলবাহিনী। প্রতিদিনই শয়ে শয়ে ক্রেতা বিক্রেতা তাদের পন্য সামগ্রী নিয়ে এসে ভীড় জমায় বাজারগুলিতে। মানা হয়না কোনও সামাজিক বিধিনিষেধ ও নিরাপদ দূরত্ব। ফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে যাওয়ায় তাই কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে কালিয়াগঞ্জের শহরের মহেন্দ্রগঞ্জ বাজার, তারা বাজারে এদিন দমকলের দুটি ইঞ্জিন স্যানিটাইজার স্প্রে করল।…
