গাছ তলায় চলছে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস

1 min read

গাছ তলায় মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস, গরমের জেরে স্কুলের দরজা বন্ধ।পড়ানো বন্ধ থাকায় স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে উদ্বেগে ছিলেন শিক্ষক ও অভিভাবকরা। এই পরিস্থিতিতে মাধ্যমিকের পড়ুয়াদের পড়াশোনা চালিয়ে যেতে গ্রামের গাছতলাতেই বিশেষ ক্লাস চলছে।

অভিভাবকদের কথায়, উত্তর দিনাজপুরের চাকুলিয়ার রামকৃষ্ণপুর পিডিজিএম হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা সেখানে মাধ্যমিক পড়ুয়াদের ক্লাস নিচ্ছেন।স্কুলের পাশে একটি গ্রামের গাছতলায় সেই ক্লাস চলছে সোম থেকে শুক্র। পড়ুয়াদের উপস্থিতির হারও নেহাত কম নয়।

গরমের জন্য সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ক্লাস হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক বিকি দত্ত বলেন, “প্রতিদিন একটি করে ক্লাস এক ঘণ্টা করে মোট দু’ঘণ্টায় দু’টি বিষয় পড়ানো হয়।সামনের বছর মাধ্যমিক দেবে এরা। সিলেবাস শেষ করার ব্যাপার রয়েছে। তার সঙ্গে পড়ুয়াদের পড়ার অভ্যাস থাকার প্রয়োজন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

You May Also Like