বেআইনি কারবার রুখতে তৎপরতা জেলা পুলিশ সুপারের

0 min read

মালদায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মদ বিক্রির চক্র,লোটো,সাট্টা,জুয়া এবং বেশ কিছু জায়গায় দেহ ব্যবসার অভিযোগ উঠে আসছিল। কিন্তু যা এতদিন হয়নি তা দায়িত্ব নেওয়ার পর করে দেখালেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। তাঁর দায়িত্ব নেওয়ার পর থেকে  মালদার সমস্ত এলাকায় বেআইনি এসব কারবারিদের ডেরায় তালা ঝুলছে। পুলিশ সুপারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মালদা শহরের বাসিন্দারা।সম্প্রতি ঈদ উৎসবের মধ্যে মালদা শহরের মহেশমাটি এলাকায় জুয়ার ঠেকে বচসার জেরে গুলিবিদ্ধ হয় এক যুবক।আর এই ঘটনার পরে শোরগোল পড়ে যায় গোটা জেলা জুড়ে।

তারপরে জেলার নতুন পুলিশ সুপারের দায়িত্ব নিয়ে আসেন প্রদীপ কুমার যাদব।আর তাঁর নির্দেশেই শুরু হয় বেআইনি মদের আখড়া,লোটো,জুয়ার ঠেকে অভিযান।পাশাপাশি মালদার বেশকিছু হোটেলে বেআইনিভাবে দেহ ব্যবসার অভিযোগে উঠছিল।সেইসব জায়গাতেও এখন তালা ঝুলছে।বিশেষ করে পুরাতন মালদা থানার নারায়নপুর এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরেই জুয়া এবং দেহ ব্যবসার অভিযোগ উঠেছিল।সেই হোটেল সিল করে দিয়েছে জেলা পুলিশ।মালদা শহরের রবীন্দ্র ভবন সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বেআইনিভাবে ধাবা গজিয়ে উঠেছিল।যেখানে দীর্ঘদিন ধরে এবং মদের আসর বসেছিল বলে অভিযোগ।বহু চেষ্টা করে এলাকার বাসিন্দারা সেগুলো বন্ধ করতে পারেননি।কিন্তু নতুন পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর প্রদীপ কুমার যাদবের নির্দেশে এখন সেখানেও তালা ঝুলছে।

জেলা পুলিশ সুপারের এই কাজে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে মালদার নাগরিক মঞ্চের সদস্যরা খুশি প্রকাশ করেছেন।বলাইবাহুল্য,মালদা শহরের অতুল মার্কেট,  কে.জে. স্যানাল রোগ, পিয়াজি মোড় , মীরচক,  স্টেশন রোড, ঝলঝলিয়া সহ একাধিক এলাকায় বেআইনি লোটো,সাট্টার রমরমা কারবার চলছিল। এছাড়াও শহরের ৩৪ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন রথবাড়ি,হ্যান্টা কালীবাড়ি মোড়, রবীন্দ্রভবন, গাবগাছি,আম বাজার সহ একাধিক এলাকায় বেআইনি মদের ঠেকের রমরমা কারবার চলার অভিযোগ উঠেছিল।এছাড়াও মালদা শহরের কয়েকটি হোটেলে দেহ ব্যবসার রমরমা কারবার চলার অভিযোগ বিভিন্ন মহল থেকে উঠে আসছিল।কিন্তু পুলিশের লাগাতার অভিযানে এখন সেই বেআইনি কারবারিরা গা ঢাকা দিয়েছে। বন্ধ সমস্ত অপরাধমূলক কাজকর্ম।

You May Also Like