কোচবিহার থেকে শুর হল ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা

0 min read

দুর্নীতির বিরুদ্ধে ও বিভিন্ন দাবিতে শুক্রবার ৩রা নভেম্বর পথে নামল ডিওয়াইএফআই। রাজ্যনেত্রী মীনাক্ষী মুখার্জি এদিন ঝাঁঝালো বক্তব্য রাখেন,তিনি বলেন গরিব মানুষের অধিকার চুরি করে সাধারণ মানুষের মেহনতের পয়সা লুট করেছে এই সরকার, রাজ্যে বেকারদের কোন চাকরি নেই। চাকরিপ্রার্থীরা দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন করছে আর একদিকে তৃণমূল লুট সন্ত্রাসের রাজনীতি করছে। ডি ওয়াই এফ আই নেত্রী আরো বলেন অনেক হয়েছে ভয় দেখানো মানুষ আর এখন ভয় পায় না, “ইতনা মত ডড়াও কি ডড় হি ভাগ যায়ে” ডিওয়াইএফআই কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন এখন উঠে দাঁড়াবার সময় এসেছে প্রতিরোধ করার সময় এসেছে,দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে।এই ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে দুইমাস ধরে কোচবিহার থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা হয়ে বিগ্রেডে সভায় সবাইকে অংশগ্রহণ করার আবেদন জানান। সভামঞ্চে বক্তব্য রাখার পর একটি মিছিল সংঘটিত করা হয় ও বিক্ষোভ প্রদর্শন করা হয়।কোচবিহার শহরের প্রাণকেন্দ্র রাসমেলা ময়দান থেকে শুরু করে এই মিছিলটি গোটা শহর পরিক্রমা করে।
কোচবিহার জেলা থেকে শুরু হল এই ইনসাফ যাত্রা। আগামী ৭ই জানুয়ারি কলকাতার ব্রিগেডে এক বিশাল জনসভার মধ্য দিয়ে শেষ হবে ডিওয়াইএফআইয়ের এই কর্মসূচি জানান নেতৃত্বরা।

You May Also Like