বিভিন্ন দল ছেড়ে ৫০০জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন

1 min read

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে লক্ষ্য করে রাজ্যের মন্ত্রী নিজের ঘাঁটিতেই সংগঠন শক্তি বৃদ্ধিতে জোর দিলেন।রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে নিজের কেন্দ্র মোথাবাড়ি বিধানসভায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে প্রায় ৫০০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগদান করলেন।

শুক্রবার সন্ধ্যায় মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বাঙ্গিটোলা গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী ছাড়াও দলের অঞ্চল ও ব্লক কমিটির নেতারা উপস্থিত হয়েছিলেন। মঞ্চে মন্ত্রীর সামনেই বিজেপি সহ বিরোধীদল ছেড়ে আসা শতাধিক কর্মী সমর্থকেরা তৃণমূলের দলীয় ঝান্ডা হাতে তুলে নেন ।

তৃণমূলে যোগদান করার পর বিজেপি কর্মীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের জন্য উন্নয়ন করে চলেছেন, তাতে অনুপ্রাণিত হয়েই তারা এদিন যোগদান কর্মসূচিতে অংশ নিয়েছেন।

You May Also Like