স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয় তৈরির উদ্যোগ মালদা জেলা পরিষদের

1 min read

চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয় তৈরি করার প্রয়োজনীয় উদ্যোগ নিল মালদা জেলা পরিষদ।সম্প্রতি জেলাশাসক নিতীন সিংঘানিয়া চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করেছিলেন।সেখানে রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলেন প্রতীক্ষালয় থাকলেও সেটি তালা বন্ধ অবস্থায় পরিত্যক্ত ভাবে পড়ে রয়েছে। ফলে খোলা আকাশের নীচেই রোগীর আত্মীয়দের সময় কাটাতে হচ্ছে।

এরপরই তড়িঘড়ি চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয় নির্মাণের নির্দেশ দেন জেলাশাসক নিতীন সিংঘানিয়া।শুক্রবার সকালে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে প্রতীক্ষালয় তৈরির বিষয়টি নিয়ে তদারকি করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। তার সঙ্গে ছিলেন সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয় জেলা পরিষদের সদস্যরা।

উল্লেখ্য, চাঁচোল মহাকুমার গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা কেন্দ্র রয়েছে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রতিদিনই এখানে বহু রোগী চিকিৎসাধীন থাকেন।এছাড়াও আউটডোরে রোগীরা চিকিৎসা করাতে আসেন‌। অথচ সেখানে কোনো রকম প্রতীক্ষালয় না থাকায় রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে চরম অসন্তোষ তৈরি হয়েছিল।মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন  বলেন, জেলাশাসকের নির্দেশের পর এদিন ইঞ্জিনিয়ারদের নিয়ে চাঁচোল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতাল পরিদর্শন করে প্রতীক্ষালয় তৈরির বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। খুব শীঘ্রই এখানে রোগীর আত্মীয়দের বিশ্রামাগার এবং প্রতীক্ষালয় তৈরির কাজ শুরু করে দেওয়া হবে।

You May Also Like