আবারও সাধারন মানুষের চিন্তা বাড়িয়ে দাম বাড়তে চলেছে রান্নার গ্যাসের। ভর্তুকি দেওয়া সত্ত্বেও ইতিমধ্যে একটি সিলিন্ডারের জন্য ১ হাজার টাকার উপরে দাম দিতে হয়। এবার সেই দাম বেড়ে এগারোশো টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক রান্নার গ্যাসের দামও ইতিমধ্য প্রায় ২৫০০ হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে। এর পরে আবার দাম বাড়লে সেটা কোথায় যাবে তা নিয়ে শঙ্কিত আম জনতা। মূলত, আগামিকাল থেকে শুরু হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের অর্থ বর্ষ। কাজেই ব্যাঙ্কের নতুন বর্ধিত রেপোরেট আগামিকাল থেকে কার্যকর হবে। সেকারণে আগামিকাল থেকে গাড়ি, বাড়ি সহ একাধিক ক্ষেত্রের সুদের হার বাড়বে। এদিকে এই খবর কানে আসতে বিরোধীরা সরব হতে শুরু করে দিয়েছে কেন্দ্রের বিরুদ্ধে।
উল্লেখ্য, মার্চ মাসের পর থেকে পর পর ২ বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। অর্থাৎ শুধু মে মাসেই ২ বার দাম বেড়েছে রান্নার গ্যাসের। ৭ মে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৫০ টাকা বাড়ানো হয়েছিল। ১৯ মে আবার সাড়ে ৩ টাকা বাড়ানো হয়। ১ মাসে মোট ৫৩.৫ টাকা দাম বাড়ানো হয়েছিল। কলকাতায় এখন রান্নার গ্যাসের ১৪ কেজি সিলিন্ডারে দাম ১০২৯ টাকা। দিল্লিতে দাম দাঁড়িয়েছে ১০০৩ টাকা, মুম্বইতে ১০০২.৫ টাকা, আর চেন্নাইতে ১০৫৮ টাকা। পাশাপাশি মে মাসে বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারর দাম বেড়েছিল। ১ মে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১০২ টাকা বাড়ানো হয়েছিল। তাতে দাম বেড়ে হয়েছিল ২৩৫৫.৫ টাকা। এদিকে আবার ৫ কেজি ছোট এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়েছিল মে মাসে। প্রসঙ্গত, গত ৮ বছরে লাফিয়ে লাফিয়ে দাম বেড়েছে গ্যাসের দাম। তাতে নাম মাত্র ভর্তুকি প্রথমে দেয়া হচ্ছিলা। সেই পরিমাণ এক ধাক্কায় অনেকটাই কমিয়ে দেয়া হয়েছে। মাঝে আবার বন্ধই করে দেয়া হয়েছিল ভর্তুকি দেয়া।