05
Jan
এবার আর্জি খারিজের আবেদন ইডির তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পর ফের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হল ইডি। তাঁর রক্ষাকবচ খারিজের দাবি করা হয়েছে। আদালতে ইডির বক্তব্য, তাদের সমনের ভিত্তিতে মেনকা গম্ভীরের রক্ষাকবচের মেয়াদ শেষ হয়েছে। আগে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল, মেনকার রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ায় সেই আবেদন খারিজ করতে পারবে সিঙ্গেল বেঞ্চ। তাই নতুন করে আবেদন জানাল ইডি। আসলে ইডির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক শ্যালিকা। সমনকে চ্যালেঞ্জ করে বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের এজলাসে মামলা করেন তিনি। সেই মামলাতে বিচারপতি রায় দিয়েছিলেন, মেনকার বিরুদ্ধে কোনও কড়া…