11                                    
                                    
                                        Jun                                    
                                
                            
                        
                        
                    
                        প্রচন্ড গরম। সকলেরই অবস্থা শোচনীয়। এরমধ্যে আমাজন কর্মীদের ৫০ ডিগ্রি তাপমাত্রাতেও করতে হচ্ছে ডেলিভারি। তাদেরকে পার্সেল ডেলিভারি করার জন্য এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয়। চড়া রোদেও করতে হয় কাজ। শুধু তাই নয়, আমাজনের গোডাউনে তাপমাত্রা বেশ গরম। সেখানে বহু মহিলা কর্মীও কাজ করেন। এই গরমে তাদের অবস্থা একেবারে নাজেহাল। এমনটাই অভিযোগ জানালো বেশ কিছু আমাজনের কর্মী। আমাজনের গোডাউনে যারা কর্মরত তারা চাইছেন কাজের পরিবেশ যাতে তাদের কিছুটা ভালো হয়। তাদের দাবী একেবারে অমানবিক অবস্থা এখানে। ভেন্টিলেশনের ব্যবস্থা কোথাও নেই। পরিস্থিতি ভয়াবহ হয়ে যাচ্ছে দিনদিন। মাত্র হাজার দশেক বেতনের জন্য তাদের ১০ ঘণ্টা কাজ করতে হয়। ওয়াশরুমে যাওয়ার সময়ও…                    
                                            
                                    