রেশম উৎপাদন ব্যবস্থা তদারকি করতে এলেন কেন্দ্রীয় নীতি আয়োগের প্রতিনিধি দল

1 min read

মালদার রেশম উৎপাদন ব্যবস্থা এবং চাষীদের নানান সমস্যার বিষয়ে তদারকি করতে মালদা এলেন কেন্দ্রীয় সরকারের অন্তর্গত নীতি আয়োগের প্রতিনিধি দল।শুক্রবার মালদার কালিয়াচকের কেন্দ্রের ওই প্রতিনিধিদলটি রেশম চাষ ব্যবস্থার সমস্ত খুঁটিনাটি বিষয়গুলি পরিদর্শন করেন।

তুঁত গাছ ও পলু পোকার চাষ , রেশম গুটি উৎপাদন এবং মার্কেট ব্যবস্থার পরিস্থিতি ও তদারকি করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এর পাশাপাশি কালিয়াচকের রেশম চাষীদের সঙ্গে কথা বলেন তাঁরা। চাষিদের নানান দাবিগুলি শুনেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

এই দলে ছিলেন নীতি আয়োগের প্রতিনিধি  মধুমিতা শর্মা, মালদা সেরিকালচার দফতরের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ গোস্বামী,  কেন্দ্রীয় রেশম পর্ষদের দুই বিজ্ঞানী ড. জি. শ্রীনিবাস এবং ড. বি. ভি. নাইডু। এনিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পেশ করবেন বলে জানিয়েছেন ওই দলের নেতৃত্বে থাকা নীতি আয়োগের প্রতিনিধি মধুমিতা শর্মা।

You May Also Like