নিয়োগ সংক্রান্ত বড় ঘোষণা করলো রাজ্য সরকার

0 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ভালো খবর শোনালো রাজ্য সরকার।

শিক্ষা দফতরের তরফে প্রাথমিক স্কুলে স্পেশাল এডুকেটর বা বিশেষ শিক্ষক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। বিভিন্ন শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করবে রাজ্য। এর দ্বারা আগামী পাঁচ বছরের মধ্যে কমবেশি ৮০ হাজার শিক্ষক নিয়োগ হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই এই স্পেশাল এডুকেটর নিয়োগের বিষয়ে কলকাতা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় পর্ষদের চেয়ারম্যানদের কাছে যত শীঘ্র সম্ভব বিভিন্ন স্কুলের শূন্য পদের ‘রেজিস্টার অফ অ্যাপয়েন্টমেন্ট’ পাঠানোর নির্দেশ পৌঁছে গিয়েছে। সুপ্রিম কোর্টের তরফেও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগের জন্য বিভিন্ন রাজ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

You May Also Like