কৃষি দপ্তরের উদ্যোগে এই প্রথম চাষের ক্ষেত্রে সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার

0 min read

কৃষি দপ্তরের উদ্যোগে এই প্রথম মালদায় ধান চাষের ক্ষেত্রে সম্পূর্ণ জৈব পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। প্রায় ১২ একর জমিতে জৈব পদ্ধতিতে ধান চাষ করে জৈব গ্রাম প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে কৃষি দপ্তর।কৃষকদের ধানের বীজ শোধন এবং জৈব পদ্ধতিতে চাষের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে জেলা কৃষি দপ্তরের কর্তারা। এমনকি ধানের জমি পরিচর্চার সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কৃষি দপ্তরের উদ্যোগে।

হবিবপুর ব্লক কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, মোট ১২ একর অর্থাৎ ৯০ বিঘা জমিতে এই চাষ হবে। প্রায় ৪০ জন কৃষককে নেওয়া হয়েছে জৈব পদ্ধতিতে আমন ধান চাষ করার জন্য। তাঁরা নিজেরাই চাষ করবেন। তবে সমস্ত রকম সাহায্য করা হবে কৃষি দপ্তরের পক্ষ থেকে।মালদা জেলার হবিবপুর ব্লকেই পাইলট প্রজেক্ট হিসাবে এই জৈব গ্রাম প্রর্দশনী করা হয়েছে। কৃষকদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে।

তাদের মধ্যে একজনকে দলের হেড করা হয়েছে। তিনি পরিচালনা করবেন গোটা দল। কৃষি দপ্তরের পক্ষ থেকে নিয়মিত তাদেরকে পরামর্শ দেওয়া হবে এই চাষ সম্পর্কে। জৈব গ্রাম প্রদর্শনী ক্ষেত্রে গোবিন্দভোগ ধান চাষ শুরু করেছেন কৃষকেরা।রাসায়নিক সার ব্যবহার করে চাষাবাদ করায় অনেকক্ষেত্রেই জমির উর্বরতা হ্রাস পাচ্ছে।পাশাপাশি উৎপাদিত ফসলের গুণগতমান অনেক কম। সাধারণ কৃষকদের মধ্যে জৈব পদ্ধতিতে ধান চাষ প্রচলন করতে কৃষি দপ্তর এমন উদ্যোগ গ্রহণ করেছে। এই মরশুমে জৈব গ্রাম প্রদর্শনী ক্ষেত্র সফল হলে আগামীতে আরও বেশি করে করার পরিকল্পনা রয়েছে জেলা কৃষি দপ্তরের।

You May Also Like