ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব মঙ্গলবার জানালেন করোনাভাইরাস প্রতিষেধক আবিষ্কারের জন্য ভারতে ক্লিনিকাল ট্রায়াল চলছে। তিনি জানান, পশুদের উপর সফল প্রয়োগের পর দুটি টিকা বাছাই করা হয়েছে। আইসিএমআর প্রধান বলেন, ‘দুটি ভারতীয় টিকা আছে। ইঁদুর এবং খরগোশের উপর সফলভাবে বিষক্রিয়ার পরীক্ষা করা হয়েছে। সেই সংক্রান্ত তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছিল। তার ভিত্তিতে চলতি মাসের গোড়ায় প্রাথমিক পর্যায়ের হিউম্যান ট্রায়ালের শুরুর অনুমতি পেয়েছে দুটিই।’
দুটি টিকারই পরীক্ষার একাধিক জায়গা নির্ধারিত হয়ে গিয়েছে এবং প্রতিটি জায়গায় প্রায় ১,০০০ জন স্বেচ্ছাসেবকের দেহে সেই টিকা প্রয়োগ করা হচ্ছে। একইসঙ্গে আইসিআর প্রধান জানান, ব্রিটেন, আমেরিকা এবং রাশিয়াও টিকার কাজে আরও দ্রুততা আনার পথে হেঁটেছে।