নয়াদিল্লি: লাদাখে চীনা সামরিক আগ্রাসনের বদলা অর্থনৈতিকভাবে নেওয়া শুরু করল ভারত। টেলিকম মন্ত্রক বুধবার বিএসএনএল, এমটিএনএল সহ মন্ত্রকের অধীনস্থ অন্য সংস্থাকে ৪জি আধুনিকীকরণের জন্য চীনা যন্ত্রাংশ ও উপকরণ ব্যবহার না করার নির্দেশ দিয়েছে। মোবাইল টাওয়ার বা অপটিক ফাইবার স্থাপনে দেশীয় সামগ্রী যাতে ব্যবহার হয়, তা দেখতে বলেছে কেন্দ্র। মন্ত্রক বলেছে, আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য স্বদেশী পণ্যকে অগ্রাধিকার দিতে হবে।