‘দীপাবলি তো না যে বাজি পুড়িয়ে তা পালন করবেন’

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে ৫ এপ্রিল রাত ৯টায় ৯ মিনিটে যখন প্রায় গোটা দেশ মোমবাতি জ্বালাতে ব্যস্ত, সেই সময় বাজি ফাটানোর আওয়াজও শোনা বেশকিছু জায়গায়। যা শুনে ক্ষেপে যান সোনম কাপুর। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন অনিল কাপুর কন্যা।

যদিও এবারই প্রথম প্রতিবাদ নয় সোনমের, এর আগেও দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে মুখ খোলেন সোনম কাপুর। ওই সময় বাম ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের ওপর হামলার ঘটনায় ফুঁসে ওঠেন সোনম কাপুর। যা নিয়ে সোশ্যাল হ্যান্ডলে একাধিক স্ট্যাটাস শেয়ার করে নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয় তাকে।