ইতিমধ্যেই দেশের আধাসামরিক বাহিনী সিআরপিএফ, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ এবং এনএসজিতেও ফেসবুক ব্যবহার নিষিদ্ধ করল স্বরাষ্ট্র মন্ত্রক। শুধু তাই নয়, অবরসপ্রাপ্ত সেনা কর্মীরাও ফেসবুক ব্যবহার করতে পারবেন না। কারণ, তাঁরাও সেনা বাহিনীর সংস্পর্শে থাকেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডির নির্দেশ পাওয়ার পরেই মন্ত্রক সব বাহিনীকে এই নির্দেশ পাঠিয়েছে। ১৫ জুলাইয়ের মধ্যে সকলের কাছে যাতে এই নির্দেশ পৌঁছে যায় তাও বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের পাঠানো চিঠিতে। সেনা বাহিনীর সঙ্গে আধাসামারিক বাহিনীর যেহেতু নিয়মিত যোগ রয়েছে তাই দেশের নিরাপত্তার কারণে এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নিরাপত্তার কারণে ও তথ্য পাচার রুখতে ফেসবুক, ইনস্টাগ্রাম সহ ৮৯টি অ্যাপ নিষিদ্ধ করা হয় ভারতীয় সেনা জওয়ান ও আধিকারিকদের জন্য। শুধু সোশ্যাল মিডিয়া অ্যাপই নয়, নিষেধাজ্ঞা জারি হয়েছে, ই-কমার্স ও ডেটিং সাইটের বেশ কয়েকটি অ্যাপও।
১৫ জুলাইয়ের মধ্যে মোবাইল থেকে ওই অ্যাপগুলি ডিলিট করে ফেলতে হবে৷ নির্দেশ না মানলে কড়া শাস্তির হুঁশিয়ারিও দিয়েছে সেনা৷ বলা হয়েছে, অন ডিউটি অথবা অফ ডিউটি কোনও সময়েই এই অ্যাপগুলির ব্যবহার করতে পারবেন না ভারতীয় সেনার জওয়ানরা৷ পূর্ব লাদাখ সীমান্তে চিনের আগ্রাসনের পরে যে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছে তাতেই একের পর এক কড়া পদক্ষেপ করছে কেন্দ্রীয় সরকার।