নববর্ষের দিনে বড় ঘোষণা রাজ্যপালের তরফে

আজ বাঙালির নববর্ষের দিন, এই শুভদিনেই বড় ঘোষণা। ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নববর্ষের সকালেই রাজভবনের দরজা খুলে দেওয়া হল সাধারণ মানুষের জন্য। কিছুদিন আগেই রাজ্যপাল জানিয়েছিলেন রাজভবন হয়ে যাবে জনরাজভবন। পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রাক্কালে সেই উদ্যোগের সূচনা করলেন রাজ্যপাল।

প্রসঙ্গত, দিন কয়েক আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যখন কলকাতায় এসেছিলেন, তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দিয়েছিলেন রাষ্ট্রপতি। আর আজ আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য খুলে গেল ‘রাজ’ দরজা।

সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটনকে উৎসাহ দেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর সুবাদেই এবার থেকে রাজভবনের ভিতরের বিভিন্ন জায়গা, নীচের ঘর, সুইমিং পুল, বাগান, ঝুলন্ত সেতু, রাজভবনের গ্রন্থাগার ঘুরে দেখতে পারবেন আম জনতা। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে বেশ কিছু জায়গাকে এই তালিকা থেকে আপাতত বাদ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।