বিগত কিছুদিনের স্বস্তির পরে আবার বাড়লো রাজ্যের দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা

বিগত বেশ কিছুদিন ধরে রাজ্যে বড়ো স্বস্তি মিলছিলো দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়। করোনাভাইরাস নতুন প্রজাতির আতঙ্কের মধ্যেই পজিটিভিটি রেট শুক্রবার বেড়ে গেল বাংলায়। পাশাপাশি বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও যা নিয়ে এখন নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে শহর কলকাতার আক্রান্তের সংখ্যাও কিছুতেই কম হচ্ছে না। যা আলাদা করে চিন্তার বিষয়।

করোনাভাইরাস তথ্য অনুযায়ী বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২৮ জন এবং তাদের মধ্যে ২০৬ জন কলকাতার। সব মিলিয়ে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২১ হাজার ৯৯৮ জন। এই একই সময় বাংলায় মৃত্যু হয়েছে ৯ জনের, সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৮৪ জন। উদ্বেগজনক ভাবে গত ২৪ ঘণ্টায় বাংলায় বেড়েছে পজিটিভিটি রেট, তা হয়েছে ১.৬৪ শতাংশ। স্বস্তির খবর, গত একদিনে রাজ্যে বেড়েছে সুস্থতার হারও। একদিনে ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরেছেন ৬১০ জন এবং সব মিলিয়ে করোনাজয়ীর সংখ্যা ১৫ লক্ষ ৯৪ হাজার ৮৪০ জন। যদিও আপাতত করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে চিন্তার কিছু নেই সেটা স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।

কেন্দ্রের বক্তব্য, আপাতত দেশে যে কজন নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই সুস্থ আছেন এবং তাদের মৃদু উপসর্গ দেখা গিয়েছে। উল্লেখ্য, এই নতুন প্রজাতির আতঙ্কের মাঝেই কলকাতা বিমানবন্দরে ব্রিটেনের ফেরত যাত্রী ভাইরাস আক্রান্ত হয়েছেন। তিনি ইতিমধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। আসলে কেন্দ্রীয় সরকার অনেক আগে থেকেই আন্তর্জাতিক বিমান যাত্রীদের ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দিয়েছে এবং তার প্রেক্ষিতে কড়াকড়ি করছে রাজ্যগুলি। বিমানযাত্রীরদের ক্ষেত্রে করোনাভাইরাস ভ্যাকসিনের ডবল ডোজ বা নেগেটিভ আর্টিপিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে।