বড় পদক্ষেপ নেওয়া হলো প্রশাসনের তরফে

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের ভিড় শুরু হওয়ার আগেই সৈকত শহরের পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে দিঘা প্রশাসন। মূলত সমুদ্র সৈকতের সৈন্দর্য রক্ষার জন্যই নানা পদক্ষেপ করা হচ্ছে।

দিঘা-শঙ্করপুর ডেভলপমেন্ট অথরিটির পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, ওল্ড ও নিউ দিঘার সৈকতে কেউ যেন অস্থায়ী দোকান নিয়ে না বসে। এই প্রসঙ্গে অস্থায়ী ব্যবসায়ীদের সতর্ক করতে মাইকিং শুরু হয়ে গিয়েছিল। সৈকতের সৌন্দর্য রক্ষায় এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

নির্দেশ না মানলে কড়া পদক্ষেপও নেওয়া হতে পারে।একদিকে যেমন সৌন্দর্যায়ন অন্যদিকে পুজোর মরশুমে সমুদ্র সৈকতে বসায় নিষাধাজ্ঞা জারি হওয়ায় রুজিরুটিতে টান পড়তে পারে ছোট ব্যবসায়ীদের। পুজোর মুখে বাড়তি রোজগারের আশায় অস্থায়ী স্টল দেন অনেকেই। কিন্তু প্রশাসনের এই নির্দেশে চরম সমস্যায় তাঁরা।