02
Sep
করোনা আছে করোনাতেই । রাজ্যে শাসক-বিরোধী , ডান-বাম সমস্ত রাজনৈতিক দলের কর্মসূচি এখন খবরের শিরোনামে । রাজ্যের তৃণমূল-বিজেপির দলবদলের হিড়িক এখন ব্রেকিং নিউজ । রাজ্যের সর্বত্রই এখন একই পরিস্থিতি, বিশেষত উত্তরের রাজনীতিতে করোনা আবহেও রাজনৈতিক দলবদলের ঘটনা সংক্রমনের মতো বাড়ছে ।সেটা শহরাঞ্চল হোক কিংবা গ্রামাঞ্চল। দলবদলে শক্তি বৃদ্ধিতে অনেকটা এগিয়ে তৃণমূল ।তবে পিছিয়ে নেই বিরোধী শিবির বিজেপিও । রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জ অঞ্চলে কংগ্রেস, বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শতাধিক নেতাকর্মী। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা কোঅর্ডিনেটর নিখিল সাহানী, জেলা যুব সভাপতি কুন্তল রায়, জেলা নেতা ধীমান বোস, ব্লক সভাপতি হিরন্ময় রায়, দুই ব্লকের যুব সভাপতি কিশোরীমোহন…
