06
Nov
হিন্দি বুঝতে পারলে বুঝুন, নাহলে শিখে আসুন।হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ।আমি বাংলা বলবো না।হ্যাঁ, এই কথাগুলোও হিন্দিতেই বললেন এক সরকারি কর্মী। অভিযোগ, শিলিগুড়ি জেলা হাসপাতালের এক ফার্মাসিস্ট এক রোগীর পরিবারকে এই কথা গুলিই বলেছেন। রোগীর পরিবারের অভিযোগ, তিনি হিন্দি বুঝতে পারছিলেন না, চিকিৎসক কোন ওষুধ কখন খেতে বলেছেন তা তিনি ফার্মাসিস্ট কে বুঝিয়ে দিতে বলেন। কিন্তু অভিযোগ,কর্তব্যরত শিলিগুড়ি জেলা হাসপাতালের ওই ফার্মাসিস্ট বাংলা বুঝলেও নাকি বাংলা বলতে চাইছিলেন না। রোগীর পরিবার ওই ফার্মাসিস্ট কে বাংলাতে বলার অনুরোধ করেন। রোগীর পরিবারের অভিযোগ, সেই সময় ওই ফার্মাসিস্ট রোগীর পরিবারকে বলেন, হিন্দি শিখে আসুন, হিন্দি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, তাই আমি হিন্দিতেই কথা বলব। বাংলাতে বলবো না।এই…
