17
Aug
ফের মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। আবার আগুন হলো হেঁশেলের গ্যাসের দাম। একে করোনা আবহে কমছে অর্থ উপার্জন, কিন্তু অন্যদিকে প্রতি মাসে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের দাম। তাই মাথায় হাত পড়লো মধ্যবিত্তদের। কলকাতায় একধাক্কায় অনেকটা বাড়ল ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম। এক লাফে বাড়ল ২৫ টাকা৷ এর ফলে কলকাতায় রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৮৮৬ টাকা৷ এর আগে এই দাম ছিল ৮৬১ টাকা। এই নিয়ে গত ছ’মাসে ভরতুকিহীন রান্নার গ্যাসের দাম বাড়ল ১৪১ টাকা। গত একবছরে এই মূল্য বেড়েছে ২৪১ টাকা। স্বভাবতই, এই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। সমস্যায় পড়ছেন ছোট খাবার ব্যবসায়ীরাও। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে দোকান চালানোই মুশকিল হচ্ছে তাঁদের পক্ষে। এদিকে,…
