06
Aug
চলতি বছরের শুরুর দিকে শুরু হয় রাসাশিয়া ইউক্রেনের যুদ্ধের পাশাপাশি কি তবে এবার আরো এক যুদ্ধের সূত্রপাত হবে? তাইওয়ানকে কেন্দ্র করে ক্রমেই তপ্ত চিন-আমেরিকার সম্পর্ক৷ দীর্ঘ আড়াই দশক ধরে ধিকধিক করে যে আগুন জ্বলছিল একধাক্কায় তা কার্যত স্ফুলিঙ্গে পরিণত হল। আমেরিকার হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে উপমহাদেশের আকাশে ঘনাল অশান্তির মেঘ৷ ন্যান্সির বিমান তাইওয়ানের মাটি ছাড়তেই তাইওয়ানকে কার্যত ঘিরে ফেলল চিন৷ ক্ষেপণাস্ত্র, বায়ুসেনা, নৌবহর নিয়ে তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিএলএ। যে কোনও মুহূর্তে ড্রাগনবাহিনী হামলা চালাতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক মহলের৷ বুধবারই তাইওয়ান থেকে জাপানের উদ্দেশে রওনা দেন ন্যান্সি। তাঁর সফর শেষ হতেই বৃহস্পতিবার তাইওয়ানের উত্তর-পূর্ব এবং…
