22
Jan
এসআইআর-এর হয়রানির অভিযোগে শিলিগুড়ি মহকুমা শাসক-র কাছে আগেই সময় নিয়েছিল সিপিএম। কিন্তু নির্ধারিত সময়ে এসডিও-র সঙ্গে দেখা না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দলের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় সিপিএম। সিপিএম নেতৃত্বের অভিযোগ, সংশ্লিষ্ট এসআইআর দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষকে নানা ভাবে হয়রানি করে চলেছে। সেই অভিযোগ জানাতে প্রশাসনের শীর্ষ আধিকারিকের কাছে সময় চাওয়া হলেও সাক্ষাৎ না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এর প্রতিবাদেই এই রাস্তা অবরোধ কর্মসূচি বলে জানিয়েছেন বাম নেতৃত্ব। অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের সঙ্গে…
