07
Jul
উদ্ধার করা হলো প্রচুর পরিমাণে চাল এবং আটা। জলপাইগুড়ির বেলাকোবার ঘটনা। বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার গভীর রাতে একটি পিকআপ ভ্যান আটক করে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। সেই গাড়িতে ছিলো বস্তা বস্তা চাল এবং আটার প্যাকেট। প্রায় ১৭৭০ কিলো চাল এবং ৭৮৫ কিলো আটা ছিলো তাতে। সেই সব সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় সেসব বাজেয়াপ্ত করে পুলিশ। গাড়িতে থাকা দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সেইসব সামগ্রী রেশনের। রাতের অন্ধকারে এক জায়গা থেকে অন্যত্র অবৈধভাবে পাচার করা হচ্ছিলো। পরে তা খোলা বাজারে বিক্রি করা হতো। এই…
