09
Feb
ফেব্রুয়ারি মানেই ভালোবাসার মাস।চলছে প্রেমের সপ্তাহ।প্রেমের সপ্তাহে সারা বিশ্ব জুড়ে প্রেমিক-প্রেমিকাদের মধ্যে আজ পালিত হচ্ছে চকলেট দিবস। তবে আজ আমরা দেখবো জলপাইগুড়ির এক শিশু প্রেমিক ব্যক্তিকে। তিনি চকলেট দাদু নামেই বিশেষ পরিচিত। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে তিনি চকলেট বিতরণ করেছেন শিশুদের মধ্যে।জলপাইগুড়ির এই চকলেট দাদুর নাম মহাবীর বিশাল আগরওয়াল। কেউ কেউ আবার চকলেট ভাইজিও বলে থাকেন মহাবীর বাবুকে। শহরের মুহুরিপাড়া এলাকার বাসিন্দা তিনি। ৭৮ বছরের এই ব্যক্তি যেখানেই যান সঙ্গে করে নিয়ে যান ব্যাগভর্তি চকোলেট। ১ টাকা থেকে শুরু করে ৫ টাকা মূল্যের চকোলেট থাকে তাঁর থলেতে। হাত মুঠ করে একাধিক সেই চকোলেট তিনি বিলিয়ে দেন শিশুদের হাতে। শহরের…