অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

অপহৃত নাবালিকা উদ্ধার, ফিল্মি স্টাইলে অভিযুক্তকে ধরল পুলিশ

হরিশ্চন্দ্রপুরের কোতল গ্রামে বুধবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। আইসক্রিম কিনতে যাওয়ার পথে মোটরবাইকে আসা দুই যুবক ফিল্মি কায়দায় এক তিন বছরের নাবালিকাকে অপহরণের চেষ্টা করে। স্থানীয় মানুষজন বিষয়টি দেখে ধাওয়া শুরু করলে, দ্রুত খবর পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ দ্রুত গোটা এলাকা এবং গ্রাম থেকে বেরনোর সমস্ত রাস্তা ঘিরে ফেলে। বিহার সীমান্ত পর্যন্ত নাকা চেকিং শুরু হয়। পুলিশের তৎপরতা দেখে আতঙ্কিত দুষ্কৃতীরা চলন্ত বাইক থেকে শিশুটিকে রাস্তায় ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ ততক্ষণাৎ তাড়া করে অভিযুক্তদের একজনকে ধরে ফেলে। ধৃতের নাম ছোটন নাগ, তার বাড়ি হরিশ্চন্দ্রপুর সদর এলাকায়। মোটরবাইক থেকে…
Read More
লক্ষ্মীপূজোর আগে বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

লক্ষ্মীপূজোর আগে বৃষ্টিতে চিন্তায় প্রতিমা বিক্রেতারা

আগামী সোমবার লক্ষ্মীপূজো। হাতে আর মাত্র একটি দিন বাকি। কিন্তু ঠিক তার আগেই মালদায় টানা দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছে প্রতিমা বিক্রেতাদের কপালে। শহরের বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা বিক্রির জন্য বিক্রেতারা কেউ এনেছেন প্রায় এক হাজার পিস, কেউ আবার পাঁচশোর মতো প্রতিমা। কিন্তু শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকালেও শুরু হয়েছে বৃষ্টি। ফলে ক্রেতাশূন্য বাজারে বেচাকেনা কার্যত থমকে গেছে। বৃষ্টিতে অনেক প্রতিমা ভিজে নষ্ট হওয়ার আশঙ্কাও করছেন বিক্রেতারা। শ্যামল রায় বলেন, “দু’দিন ধরে বৃষ্টি হচ্ছে, কেউ দোকানে আসছে না। প্রতিমা ভিজে যাচ্ছে, এখন কীভাবে ক্ষতি পুষিয়ে উঠব বুঝতে পারছি না।” অতুল কুমার সাহা জানান, “আমরা অনেক কষ্ট…
Read More
হারানো হাসি ফিরিয়ে দিল মালদা থানার পুলিশ

হারানো হাসি ফিরিয়ে দিল মালদা থানার পুলিশ

একসময় চুরি কিংবা অসতর্কতায় হারিয়ে যাওয়া মোবাইল যেন স্বপ্নও ভাঙিয়ে দিয়েছিল মালিকদের। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় মালদা থানা প্রাঙ্গণে দেখা গেল এক অন্য দৃশ্য। পুলিশের হাতে হাতে যখন ফিরল সেই হারানো মোবাইল, তখন চোখেমুখে আনন্দ আর স্বস্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল মালিকদের। মোট ২০ জন দাবিদারের হাতে তাঁদের মোবাইল ফোন তুলে দেন মালদা থানার আইসি মৌমেন চক্রবর্তী ও অন্যান্য পুলিশ অফিসাররা। দীর্ঘদিন পর নিজের ফোন ফিরে পেয়ে কেউ আনন্দে আপ্লুত, কেউবা অবাক হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশের প্রতি। মালদা থানার এই উদ্যোগ শুধু মোবাইল ফেরানো নয়, সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও ভরসাও আরও একবার দৃঢ় করল।
Read More
পরিযায়ী শ্রমিক খুন: রহস্যের জট

পরিযায়ী শ্রমিক খুন: রহস্যের জট

মালদার কালিয়াচক থানা এলাকার ছোট মহদিপুর বাঁধ এলাকায় এক পরিযায়ী শ্রমিকের রহস্যজনক খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে বাবর শেখ (৩৫) নামে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবর শেখ পেশায় পরিযায়ী শ্রমিক। সম্প্রতি তিনি কাজ থেকে নিজের বাড়ি মালদার মোথাবাড়ি থানা এলাকার কুরিয়াটারা গ্রামে ফিরেছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, মঙ্গলবার রাতে দুই যুবক বাবরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর সারারাত তিনি আর ফেরেননি। সকালে তার পরিবার খোঁজাখুঁজি শুরু করলে বাড়ি থেকে প্রায় আট কিলোমিটার দূরে তার মৃতদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবরের সঙ্গে কারও কোনও ব্যক্তিগত শত্রুতা ছিল না। এই…
Read More
পুজোর মুখে বড় সাফল্য মালদা পুলিশের

পুজোর মুখে বড় সাফল্য মালদা পুলিশের

ব্যাংক ডাকাতির ছক বানচাল। গ্রেপ্তার বিহারের দুই দুষ্কৃতী। উদ্ধার জাল আধার কার্ড। জাল নাম্বার প্লেট সহ চুরির মোটর বাইক। আন্ত:রাজ্য অপরাধে যোগ ধৃতদের। শুরু হয়েছে তদন্ত। স্বস্তি এলাকাবাসীর। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় একটি রাষ্ট্রয়াত্ত ব্যাংকে পাঁচ দুষ্কৃতী জড়ো হয়ে ছিল ব্যাংক ডাকাতির উদ্দেশ্যে। চলছিল রেকি। ব্যাংকে সেই সময় বহু মানুষ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের অপরাধ দমন বাহিনী প্রত্যেক দিনের মতই এলাকার নিরাপত্তা সুনিশ্চিত রাখতে বেরিয়ে ছিল টহলে। সেই বাহিনীতে ছিলেন কর্তব্যরত অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর জাকির হোসেন। তারা ঐ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও যান নিরাপত্তা খতিয়ে দেখতে। সেই সময় দুইজনকে ব্যাংকের মধ্যেই ব্যাগ কাঁধে সন্দেহজনক…
Read More
দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণ করল তৃণমূল কংগ্রেস

দুর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মধ্যে পোশাক বিতরণ করল তৃণমূল কংগ্রেস

দুর্গাপূজা উপলক্ষে, পুরাতন মালদা পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি এলাকার দরিদ্রদের জন্য একটি পোশাক দান অভিযানের আয়োজন করেছে। রবিবার সন্ধ্যায় মঙ্গলবাড়ির কাউন্সিলর বিভূতি ঘোষ, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিবঙ্কর ভট্টাচার্য, মঙ্গলবাড়ি গুরুদ্বারার সেবাদার গুরমত সিং, বিখ্যাত ডাক্তার সুমন ঘোষ, ১২ নম্বর ওয়ার্ডের সভাপতি জয়ন্ত হালদার এবং অন্যান্যদের সহযোগিতায় প্রায় শতাধিক লোককে নতুন পোশাক বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন যে এই পোশাক দান অভিযানের লক্ষ্য হল বাংলার সবচেয়ে বড় উৎসবে প্রতিটি ঘরে হাসি ফোটানো।
Read More
বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বামনগোলায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

বামনগোলা ব্যবসায়ী সমিতি ও বামনগোলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে বামনগোলা ব্লকের টাঙ্গন নদীর উপর একদিনের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ছোট-বড় মাঝারি মিলিয়ে দশটি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তিনটি দলকে পুরস্কৃত করা হয়। নৌকা বাইচকে কেন্দ্র করে রাস্তার দুপাশে মেলা এবং জনসমাগম চোখে দেখার মত। ঐতিহাসিক নৌকা বাইচ কে সাফল্যমন্ডিত করতে বামনগোলা ব্লক প্রশাসন ও গাজোল ব্লক প্রশাসন সহযোগিতার  হাত বাড়িয়ে দিয়েছেন। বামনগোলা ব্লক এবং গাজোল ব্লকের মধ্যবর্তী নদী টাঙ্গন নদীর উপর নৌকা বাইচ প্রতিযোগিতা প্রত্যেক বছরের মতো এ বছরও  বামনগোলা ব্যবসা সমিতির ব্যবস্থাপনায় মালদা জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচকে সকলের সামনে তুলে ধরলেন। আজকে সবাই উপস্থিত ছিলেন…
Read More
পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা

পুজোর মুখে রহস্যজনকভাবে উধাও ডেকোরেটার সংস্থা

মাথায় হাত মালদার ইংরেজ বাজারের বেশ কয়েকটি পূজো কমিটির। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি বিগ বাজেটের পুজো।  মালদার ইংরেজবাজারের কল্যাণ সমিতি বিগ বাজেটের পুজো, কারা বরাত দিয়েছিলেন কলকাতার, সুদীপ্ত পাল বলে এক ডেকোরেটার ব্যবসায়ীকে। তাদের অভিযোগ অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটার ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানে হোটেলও ছেড়ে দিয়েছে তারা। ফোনের সুইচ অফ।  কি পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের। একই সমস্যায় মালদার দিলীপ স্মৃতি সংঘ ও হিমালয় সংঘের। তারাও সুদীপ্ত পালকে প্যান্ডেলের বরাত দিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিভাবে প্যান্ডেল শেষ করবে তা নিয়ে সমস্যায় পড়েছে পুজো কমিটি গুলি। বাধ্য হয়ে তারা পুলিশ…
Read More
পথেই শেষ হল স্বপ্ন! মালদায় সড়ক দুর্ঘটনায় ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

পথেই শেষ হল স্বপ্ন! মালদায় সড়ক দুর্ঘটনায় ২ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

মালদায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম তন্ময় প্রামাণিক এবং মোহাম্মদ রেহান, দুজনেই সামসী এগ্রিল হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে, রতুয়া-সামসী রাজ্য সড়কে সামসী মতিগঞ্জে উল্টোদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুই বন্ধু তাদের উচ্চমাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা দিতে বাইকে করে রতুয়া হাই স্কুলে যাচ্ছিল। পিকআপ ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে সামসী ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার…
Read More
জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

জাল নোট উদ্ধার, গ্রেপ্তার দুই পাচারকারী

বৈষ্ণবনগর থানা এলাকায় বিপুল পরিমাণ জাল ভারতীয় টাকা উদ্ধার করলো বেঙ্গল এস টি এফ, গ্রেফতার দুই পাচারকারী। মামলা রুজু হলো বৈষ্ণবনগর থানায়। উদ্ধার হলো প্রায় একুশ লাখ জাল ভারতীয় টাকা। গোপন সূত্রের খবরে মঙ্গলবার রাতে মালদর বৈষ্ণবনগর থানা এলাকার পিটিএস মোড়ে বেঙ্গল স্পেশাল টাস্ক  ফোর্স হানা দিয়ে দুই যুবককে ধরে তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যাগ ভর্তি  কাগজে মোড়ানো ভারতীয় জাল টাকার ব্যান্ডিল। ২০ লক্ষ ৮৭ হাজার টাকা, সব ৫০০ টাকার নোট। ধৃত দুই যুবক হযরত বেলাল বৈষ্ণবনগর এলাকার বাসিন্দ ও তরিকুল ইসলাম কালিয়াচকের বাসিন্দা। কোথা থেকে নিয়ে এসেছিল  বা কোথায় নিয়ে যেত তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের মালদা জেলা…
Read More
রেললাইনে স্বচ্ছতা অভিযান, আবর্জনা সাফাইয়ে উদ্যোগী রেল ও পৌরসভা

রেললাইনে স্বচ্ছতা অভিযান, আবর্জনা সাফাইয়ে উদ্যোগী রেল ও পৌরসভা

স্বচ্ছতা অভিযানে নেমে মালদা শহর সংলগ্ন প্রায় ৫০০ মিটার রেললাইন পরিষ্কার করল রেল ডিভিশন ও ইংরেজবাজার পৌরসভা। শনিবার শুরু হওয়া এই অভিযানে রথবাড়ি থেকে মালদা স্টেশন পর্যন্ত রেললাইনের ধারে পড়ে থাকা আবর্জনা এবং গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করা হয়। দীর্ঘদিন ধরে রেললাইনের ধারে বসবাসকারীরা নিত্যদিনের আবর্জনা ফেলে দিচ্ছিলেন ট্র্যাকের উপর। এতে শুধু নোংরা পরিবেশই তৈরি হচ্ছিল না, বরং যাত্রী ও ট্রেন চলাচলেও সমস্যা তৈরি হচ্ছিল। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে রেললাইন সংলগ্ন এলাকাবাসীদের সচেতন করা হয়, যাতে তারা আর রেললাইনের উপর আবর্জনা না ফেলেন। অভিযানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রেলের আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকরা। কৃষ্ণেন্দুবাবু জানান,…
Read More
গাজলের পান্ডুয়ার কারখানায় আয়কর দপ্তরের অভিযান, কারখানার গেটে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী

গাজলের পান্ডুয়ার কারখানায় আয়কর দপ্তরের অভিযান, কারখানার গেটে কড়া পাহারায় কেন্দ্রীয় বাহিনী

মালদা জেলার গাজল ব্লকের পান্ডুয়া এলাকায় অবস্থিত এক কারখানায় হঠাৎ করেই নামল আয়কর দপ্তরের অভিযান। শুক্রবার সকাল থেকেই আয়কর দপ্তরের আধিকারিকরা ওই কারখানার ভেতরে ঢুকে তল্লাশি শুরু করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেন নিয়ে একাধিক অনিয়মের সূত্র হাতে পেয়েই এই অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালীন বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। কারখানার প্রধান ফটকেই তাঁদের কড়া পাহারা, যাতে বাইরের কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সংবাদমাধ্যমকেও গেটের বাইরে আটকে দেওয়া হয়। সূত্রের খবর, আধিকারিকরা কারখানার বিভিন্ন দফতরের গুরুত্বপূর্ণ নথি, হিসাবপত্র ও কম্পিউটার ঘেঁটে দেখছেন। সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে। তবে এ বিষয়ে আয়কর দপ্তরের…
Read More
ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

আবারও বড় সাফল্য পেল মালদা পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ রবিবার রাতে ছারকাটোলা এলাকায় হানা দিয়ে প্রায় ১ কেজি ৭২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। অভিযানে ওয়াহেদুর রহমান ও এনজামুল হক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি টোটোও বাজেয়াপ্ত করা হয়েছে। টোটোটি তল্লাশি চালিয়ে ১৮টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যেখানে বিপুল পরিমাণ বেআইনি ব্রাউন সুগার মজুত ছিল। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তল্লাশি ও…
Read More
রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More