ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

ব্রাউন সুগার উদ্ধার, গ্রেফতার ২

আবারও বড় সাফল্য পেল মালদা পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার কালিয়াচকের গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ রবিবার রাতে ছারকাটোলা এলাকায় হানা দিয়ে প্রায় ১ কেজি ৭২০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। আন্তর্জাতিক বাজারে যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা। অভিযানে ওয়াহেদুর রহমান ও এনজামুল হক নামে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি টোটোও বাজেয়াপ্ত করা হয়েছে। টোটোটি তল্লাশি চালিয়ে ১৮টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যেখানে বিপুল পরিমাণ বেআইনি ব্রাউন সুগার মজুত ছিল। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো ঘটনায় তল্লাশি ও…
Read More
রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

রাজ্য সড়ক থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

মালদার নালাগোলা রাজ্য সড়কের কেন্দপুকুর এলাকা থেকে উদ্ধার হল বিরল প্রজাতির কচ্ছপ। নালাগোলা যাওয়ার পথে একটি বেসরকারি বাসের চালক রাস্তায় জমা জলে কচ্ছপটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গেই তিনি কচ্ছপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে নিয়ে যান। চালক প্রথমে কচ্ছপের বিরলত্ব বুঝতে না পারলেও পরে স্থানীয় বাসিন্দাদের সাহায্যে জানতে পারেন এটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টল (Indian Flapshell Turtle)। রাতেই বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সফল হননি। ফলে, ওই কচ্ছপটিকে নালাগোলা বাসস্ট্যান্ডে সুরক্ষিতভাবে রাখা হয়। বনদপ্তরের সঙ্গে যোগাযোগের পর কচ্ছপটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা মানস গোস্বামী জানান, “বাস চালকের তৎপরতার কারণে বিরল প্রজাতির কচ্ছপটি রক্ষা পেল। বনদপ্তরকে খবর…
Read More
বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস

বৃহস্পতিবার সারা রাজ্যের সাথে মালদাতেও সাড়ম্বরে পালিত হল কন্যাশ্রী দিবস

বৃহস্পতিবার কন্যাশ্রী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মালদা শহরে নজরে এক বর্ণাঢ্য অনুষ্ঠান। বৃহস্পতিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে মালদা টাউন হলে কন্যাশ্রী দিবস পালন অনুষ্ঠান আয়োজন করা হয়। যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলাশাসক নীতিন সিংহানিয়া।' এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অনিন্দ্য সরকার, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, জেলাপরিষদের সভাধিপতি লিপিকা বর্মণ ঘোষ, বিধায়ক সাবিত্রী মিত্র, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। শুরুতেই কন্যাশ্রী দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের কন্যাশ্রীমেয়েরা নাচ, গান সহ নানান অনুষ্ঠান পরিবেশন করেন। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস উপলক্ষে কন্যাশ্রী মেয়েদের…
Read More
আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

আড়াই কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, ধৃত তিন মাদক পাচারকারী

মালদার কালিয়াচক থানা এলাকায় পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। এ ঘটনায় তিনজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, ধৃতদের নাম সামেদ সেখ (২০), সামিমা আক্তার (৩০) ও মহম্মদ রফিকুল ইসলাম। তিনজনেরই বাড়ি মালদার কালিয়াচক থানা এলাকায়। এর মধ্যে সামেদ সেখ ও সামিমা আক্তারকে কালিয়াচক থানার পুলিশ জালালপুরের নতিবপুর এলাকায় ১২নং জাতীয় সড়ক থেকে আটক করে। তল্লাশিতে তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয় ১ কেজি ৫৩৯ গ্রাম ব্রাউন সুগার। অন্যদিকে, গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সুজাপুর এলাকা থেকে রফিকুল ইসলামকে গ্রেফতার করে। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয় ৫২০ গ্রাম…
Read More
রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

রাস্তার দাবিতে বটতলা গ্রামে বিক্ষোভ

মালদার চাঁচল ১ নং ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রামে রাস্তার দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী। অভিযোগ, প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তার জন্য টেন্ডার হয়েছিল, বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু কাজ শুরু হয়নি আজও। বর্ষাকালে কাদা-জলে পায়ে হেঁটেও চলাচল অসম্ভব হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স বা দমকল তো দূরের কথা, সাধারণ যানবাহনও ঢুকতে পারে না গ্রামে। স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের ছোঁয়া থেকে বহু দূরে বটতলা গ্রাম। গ্রামে ঢোকার পথে রাস্তার কাজ অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। ভিতরের রাস্তাগুলিতে একটুও পিচ ঢালাই হয়নি। এর জেরে রোগী বা প্রসূতিকে চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় খাটিয়ায় করে। শনিবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে এলাকার যুবকেরা খাটিয়ায়…
Read More
নারায়ণপুরে বিএসএফ জওয়ানদের সাথে পালন করা হল রাখীবন্ধন উৎসব

নারায়ণপুরে বিএসএফ জওয়ানদের সাথে পালন করা হল রাখীবন্ধন উৎসব

রাখি বন্ধন উৎসব পালন হলো পুরাতন মালদার নারায়নপুর এলাকায় অবস্থিত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ প্রাঙ্গনে। শনিবার সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গের মালদা জেলার পুরাতন মালদাতেও রাখি বন্ধন উৎসবের ছবি নজরে এলো এদিন। পুরাতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসবের। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ওই সংস্থার মহিলারা বিএসএফ দের দীর্ঘায়ু কামনার উদ্দেশ্যে হাতে রাখি পরিয়ে ও কপালে তিলক পরিয়ে দিনটি উদযাপন করেন । পাশাপাশি থাকে মিষ্টিমুখেরও আয়োজন। এদিন এই শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফ আধিকারিক নরেশ লোহিয়া ও অন্যান্য বিএসএফ জওয়ানরা। এছাড়াও উপস্থিত ছিলেন ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সঞ্চিতা দাস সহ আরো অন্যান্য কর্মকর্তারা। এদিন সকলে মিলে বিএসএফ জওয়ানদের দীর্ঘায়ু কামনা…
Read More
কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি উৎসব

ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী ইংরেজবাজারের কাঞ্চনটার বিএসএফ ক্যাম্পে রাখি বন্ধন উৎসব পালন করলেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী। শনিবার তিনি ক্যাম্পে পৌঁছে বিএসএফের আধিকারিক ও জওয়ানদের হাতে রাখি বেঁধে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিধায়ক জানান, দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের প্রতি সম্মান ও ভালবাসা জানাতেই এই উদ্যোগ। তিনি বলেন, “আমাদের সীমান্ত রক্ষাকারী ভাইদের সঙ্গে রাখি-বন্ধনের এই বন্ধন কেবল প্রতীকী নয়, এটি আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের প্রতিফলন।” এদিন ক্যাম্পে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন হয়। বিএসএফের সদস্যরাও বিধায়কের এই উদ্যোগকে স্বাগত জানান।
Read More
মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক

মাছ ধরতে গিয়ে এলাকায় জমা বন্যার জলে তলিয়ে যায় এক পরিযায়ী শ্রমিক

পুলিশ প্রশাসনকে একাধিকবার ফোন করার পরেও দেহ উদ্ধারের জন্য আসেনি বিপর্যয় মোকাবিলা বাহিনী।সারারাত অতিক্রান্ত হওয়ার পর প্রায় ১২ ঘন্টা পরে সকালে দেহ ভেসে উঠলে উদ্ধার করে স্থানীয়রা। তারপরে পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ নিতে আসলেই তুমুল বিক্ষোভ। ঘুরিয়ে দেওয়া হলো এম্বুলেন্স। মালদার হরিশ্চন্দ্রপুরের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের ডোহরা গ্রামের ঘটনা। মৃতের নাম তরুণী মন্ডল (৩৭)। টানা কয়েকদিন বৃষ্টির কারণে নদীর জলে ওই এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পেশায় পরিযায়ী শ্রমিক ওই ব্যক্তির বাড়ি কার্যত ডুবে গেছে। বাড়ির পাশে জমে রয়েছে জল। সেখানেই মাছের খোঁজ করতে গিয়ে গতকাল সন্ধ্যা নাগাদ ডুবে যায় ওই ব্যক্তি। এলাকার মানুষ দেহ উদ্ধারের জন্য বারবার পুলিশ প্রশাসন…
Read More
রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হলো আমার পাড়া আমার সমাধান কর্মসূচি

উল্লেখ্য গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী পাড়ার ছোট ছোট কাজগুলোর উপরে বিশেষ নজর দেওয়া শুরু করেছেন তাড়ি অঙ্গরুপে আমার পাড়া সমাধান অনুসারে এক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। শনিবার পুরাতন মালদা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ অটো স্ট্যান্ড এলাকায় এই কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির মধ্যে দিয়ে দুটি বুথের সকল নাগরিকদের নিয়ে পাড়ার যে সমাধান সমস্যা সেগুলো তুলে ধরা হয়, পাড়ার সমাধানের মধ্যে মোট ১০ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দশ লক্ষ টাকার মধ্যে বিভিন্ন ধরনের ছোট কাজ গুলোকে সমাধান করার ব্যবস্থা করার ভাবনা চিন্তা রয়েছে রাজ্য সরকারের।  তাই এদিন কাজের সূচনা মধ্যে দিয়ে…
Read More
গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি

গঙ্গার ভাঙন রোধের কাজ নিয়ে কেন্দ্র সরকারকে তুলোধোনা করলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি

পাশাপাশি বর্ষার মরশুমে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ করায় রাজ্যের সেচ মন্ত্রীর বিরুদ্ধেও খোব উগরে দেন  তিনি। গত কয়েকদিন ধরে ফের গঙ্গা ভাঙ্গন শুরু হয়েছে মালদা জেলার রতুয়া বিধানসভার মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের মনিরামটোলা, জিত্তু টোলা, শ্রীকান্ত তোলা সহ বেশ কিছু এলাকায় শুরু হয়েছে গঙ্গা ভাঙ্গন। ইতিমধ্যে চাষের জমি ও ঘরবাড়ি তলিয়ে গেছে গঙ্গা গর্ভে। ভাঙ্গন পরিস্থিতি খতিয়ে দেখতে ভাঙ্গন কবলিত এলাকায় পৌঁছান বিধায়ক সমর মুখার্জি। তিনি সরাসরি কেন্দ্রের উপর তোপ দাগেন। খোব উগরে দেন রাজ্যের শেচ মন্ত্রীর উপরেও।
Read More
ফের বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার মালদায়

ফের বিপুল পরিমাণে জাল নোট উদ্ধার মালদায়

কালিয়াচক থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক থানার মহবতপুর, দুলালটোলা এলাকা থেকে চার লক্ষ টাকার জাল নোটসহ দুই মহিলাকে গ্রেফতার করে মালদহের কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া জাল নোটগুলি সবগুলি ৫০০ ও ২০০ টাকার নোট। ধৃতদের মধ্যে একজনের নাম নাম মমতাজ বিবি বাড়ি বৈষ্ণবনগর থানার, চাইপাড়া নাশতলা এলাকায়। আরেকজনের নাম জেসমিনা খাতুন বাড়ি, মোথাবাড়ি থানার শ্রীপুর খানপাড়া এলাকায়। ধৃত দুইজনকে আজ দুপুরে মালদা জেলা আদালতে পেশ করে, কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ।
Read More
এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ

এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার ২৬৮টি কচ্ছপ

ফের ট্রেনের মাধ্যমে বন্যপ্রাণী পাচারের চেষ্টা ধরা পড়ল মালদা জিআরপি-র তৎপরতায়। ফরাক্কা এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ২৬৮টি কচ্ছপ। তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি ঘটে বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে মালদা টাউন স্টেশনে। জিআরপির আধিকারিকরা গোপন সূত্রে খবর পান যে, দিল্লি থেকে ফরাক্কা এক্সপ্রেসে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে ট্রেনটি মালদা টাউন স্টেশনে ঢুকতেই তল্লাশি শুরু করে জিআরপি। অভিযানের সময় ট্রেনের এক জেনারেল কামরা থেকে পাঁচটি বস্তা উদ্ধার করা হয়। সেই বস্তাগুলি খুলতেই পাওয়া যায় ২৬৮টি কচ্ছপ। প্রাথমিক তদন্তে জানা গেছে, কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে আনা হচ্ছিল ও বালুরঘাটে পাচারের উদ্দেশ্য…
Read More
মালদহ জেলা পরিষদে অ*গ্নিকাণ্ড

মালদহ জেলা পরিষদে অ*গ্নিকাণ্ড

মঙ্গলবার মালদহ জেলা পরিষদে প্রশাসনিক ভবনের চার তলায় হঠাৎই ধোঁয়া ও আগুন দেখতে পান কর্মীরা। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়। জানা গিয়েছে, জেলা পরিষদের চতুর্থ তলায় রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। সেখানে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল বলে সূত্রের খবর। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট অথবা এসি মেশিনে ত্রুটিকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছেছে জেলা পরিষদের সচিব সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক। পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু…
Read More
UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল

UPSC পরীক্ষায় উত্তীর্ণ হওয়া অভিজিৎ চৌধুরীকে নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হল

মালদা ইংলিশ বাজার পশ্চিমবঙ্গ রাজ্য: নর্থ বেঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় অভিজিৎ চৌধুরী মহাশয়কে। উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল প্রেসক্লাবের সম্পাদক মাননীয় রামচন্দ্র মন্ডল, ঋষিপুর উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত শিক্ষক মাননীয় ধনঞ্জয় ঘোষ, বর্তমান পত্রিকার স্বনামধন্য রিপোর্টার মৃত্যুঞ্জয় কর্মকার ও বিশ্বজিৎ সাহা  অনেকেই। ইউপিএসসি ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস পরীক্ষায় সফল হয়ে আইআইএস হওয়ার সুযোগ হল মালদহের প্রত্যন্ত গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরীর। মালদহের ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামের ছেলে অভিজিৎ চৌধুরী। সাতটারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর গৌড় মহাবিদ্যালয়ে গণ জ্ঞাপন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা। ছোটবেলা থেকেই পড়াশোনায় মেধাবী ছিল অভিজিৎ। এরপর জেলাতেই সাংবাদিকতা করার পর জীবনের প্রায় তিনটি জায়গায় সরকারি চাকরি করার…
Read More