13
Jan
আগামী এক সপ্তাহের জন্য কোচবিহার পৌরসভার চেয়ারম্যান হিসেবে উপ-পৌরমাতা আমিনা আহমেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কোচবিহার পৌর বোর্ড। মঙ্গলবার শহরের সকল কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে। উল্লেখ্য, কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদ থেকে রবীন্দ্রনাথ ঘোষকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেয় জেলা নেতৃত্ব। যদিও প্রথমদিকে সেই সিদ্ধান্ত মানতে রাজি হননি তিনি। দীর্ঘদিনের বাকবিতণ্ডার পর শেষ পর্যন্ত গত ১০ তারিখ চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন রবীন্দ্রনাথ ঘোষ। এরপর থেকেই কোচবিহার পৌরসভার চেয়ারম্যানের পদ শূন্য ছিল। অবশেষে মঙ্গলবার কাউন্সিলরদের বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে আমিনা আহমেদকে সাত দিনের জন্য চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে আমিনা আহমেদ…
