20
Nov
চলাফেরায় অক্ষম বাবা-মাকে নিয়ে মাত্র এগারো বছরের এক মেয়ের সংগ্রাম যেন চোখে জল এনে দেয়। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের দমদমা পঞ্চায়েতের রতনমালা এলাকার মালোপাড়ার বাসিন্দা টিজ্ঞা পরিবার আজ সম্পূর্ণভাবে দিশেহারা। সংসারে নেই কোনও উপার্জন, খাবারও জোটে না প্রতিদিন। প্রতিবেশিদের দয়ার ওপর ভরসা করে কোনও রকমে বেঁচে আছে তিন সদস্যের পরিবারটি। দু'বছর আগে অন্যের জমিতে দিনমজুরের কাজে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন পূর্ণিমা টিজ্ঞা। তারপর থেকেই তিনি হাঁটাচলায় অক্ষম। সংসারের হাল ধরতে গত বছর পুজোর পর হায়দরাবাদে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে স্ট্রোকে আক্রান্ত হন স্বামী হরেন টিজ্ঞা। তিনিও আজ চলাফেরায় অক্ষম। ফলে পুরো সংসারের দায়িত্ব গিয়ে পড়ে তাঁদের মাত্র…
