26
Nov
রাজ্যের ভিআইপি সংস্কৃতিকে এক ধাক্কায় অন্য উচ্চতায় পৌঁছে দিলেন রাজ্যপাল। এদিন ধানধান্য এক্সপ্রেসে সাধারণ যাত্রীর মতো ভ্রমণ করেই কার্যত ইতিহাসের পাতায় নাম লেখালেন তিনি। সরকারি নিরাপত্তা-বেষ্টনী, লালবাতি বা বিশেষ ব্যবস্থার বাইরে তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য মেজাজে—একেবারে নিত্যযাত্রীদের ভিড়েই বসে ট্রেন সফর করতে। ট্রেন ছেড়ে কিছুক্ষণের মধ্যেই টিকিট চেকার সুকুমার বেরা নিয়ম মেনেই রাজ্যপালের কাছে টিকিট চান। সেই মুহূর্ত ছিল যেন প্রতীকী এক দৃশ্য—রাজ্যপাল সামান্যতম ইতস্তত না করেই নিজের ট্রেনের টিকিট বের করে প্রদর্শন করেন। টিটিই সুকুমার বেরা জানান, “প্রথমে ভাবতে পারিনি উনি রাজ্যের রাজ্যপাল। কিন্তু যখন টিকিট এগিয়ে দিলেন, তখন বুঝলাম। উনি হাসিমুখেই টিকিট দেখালেন, কোনো আড়ম্বর ছিল না।…
