05
Jul
একদিকে ভক্তদের জন্য পুণ্যস্নান, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আচারবিধি, অন্যদিকে কড়া নিরাপত্তা ও চিকিৎসা পরিকাঠামো—সব মিলিয়ে শনিবারের উল্টোরথ উৎসব ঘিরে দিঘা হয়ে উঠছে এক ধর্মীয় - সাংস্কৃতিক মহামঞ্চ। মূল রথের মতোই এবারে উল্টোরথেও ভক্তদের ঢল নামবে বলেই পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পূর্বাভাস। সেই অনুযায়ী চলছে সর্বোচ্চ স্তরের প্রস্তুতি। শনিবার দুপুরে গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকেই শুরু হবে রথযাত্রা সংক্রান্ত আচারবিধি, ভোগ নিবেদন ও ভক্তদের সমাগম। বিকেল চারটেয় সম্পন্ন হবে রথ টানার পর্ব। বাঁশের ব্যারিকেড ঘেরা এলাকায় দাঁড়িয়ে রথের রশিতে টান দিতে পারবেন ভক্তরা। শুক্রবারই মাসির বাড়ির সামনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়েছে…
