03
Dec
মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এরই মধ্যে চলেছে এসআইআর, এবার এই আবহে হাজিরা নিয়ে কড়াকড়ি শুরু হল কলকাতা পুরসভায়। এবার থেকে পুরসভার সব কর্মীদের হাজিরা অনলাইনে নথিভুক্ত করা বাধ্যতামূলক হতে চলেছে বলে খবর। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অধীন স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি একটি অ্যাপও তৈরি করেছে এ বিষয়ে। এই অ্যাপের মাধ্যমেই প্রতিদিন অফিসে এসে জিয়ো ট্যাগিং করে প্রত্যেক পুরকর্মী ও আধিকারিককে উপস্থিতি জানাতে হবে। সম্প্রতি রাজ্যের বিভিন্ন পুরসভার আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সুডা। সেখানেই এই নতুন ব্যবস্থার কথা জানানো হয়েছে। অ্যাপ ব্যবহার করতে…
