04
Dec
পিকনিক কিংবা বিয়ের অনুষ্ঠান থেকে পানশালা ও রেস্তোরাঁ ৷ দেদার ব্যবসা করলেও দিনের পর দিন বকেয়া বিনোদন কর ৷ এবার সেই সমস্ত কর খেলাপিদের বিরুদ্ধে ময়দানে কলকাতা পুরনিগমের বিনোদন কর বিভাগ ৷ প্রত্যেক বিনোদন কর খেলাপিদের নোটিশ পাঠানো শুরু হল ৷ বকেয়া মেটানোর জন্য ১৫ দিন সময় দেওয়া হচ্ছে ৷ নাহলে আইনি পদক্ষেপ করা হবে ৷ কলকাতার ১৬ টি বরোর প্রত্যেকটিতে এই ধরনের কর খেলাপি হোটেল, রেস্তোরাঁ বা পানশালা থেকে পিকনিক স্পট, বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ির তালিকাও তৈরি করেছে বিনোদন কর বিভাগ ৷ সেই মতো এবার বকেয়া আদায়ে ঝাঁপাতে শুরু করেছে বিভাগের কর্মী আধিকারিকরা ৷চলতি বছরের নভেম্বর মাসে কলকাতা পুরনিগমে একটি…