22
Oct
অনাসনকারী সন্দীপ মন্ডল কে কলেজের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা জুস খাইয়ে অনশন ভঙ্গ করেন। পাশাপাশি আগামীকাল রাজ্য জুড়ে যে স্বাস্থ্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল তাও প্রত্যাহার করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর ধর্মতলায় ফিরে এসে নিজেদের মধ্যে বৈঠকের পর এই কথা ঘোষণা করেন আন্দোলনকারী চিকিৎসকদের নেতা দেবাশিস হালদার। মূলত নির্যাতিতার বাবা মায়ের আর্জি ও সাধারণ মানুষের ইচ্ছেকে মর্যাদা দিয়েই এই অনশন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন জুনিয়ার চিকিৎসকরা। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন তাঁরা। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছিল ভুখ হরতাল। ১০ দফা দাবি আদায়ে অনড় ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সোমবার অনশন প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা।…